‘মুজিব: একটি জাতির রূপকার’ মুক্তির নতুন পরিকল্পনা

‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার একটি দৃশ্য
আনন্দ প্রতিদিন প্রতিবেদক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০ | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৩ | ০৬:৩৭
বাংলাদেশের ৬০ শতাংশ ও ভারতের ৪০ শতাংশ ব্যয়ে নির্মাণ করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’। গত ৩১ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে মুক্তির ছাড়পত্র পায় সিনেমাটি। এরপরই রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে জাঁকজমকভাবে সেন্সর ছাড়পত্র হস্তান্তর অনুষ্ঠান করা হয়। সে সময় তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, “বঙ্গবন্ধুর জীবন ও একটি জাতির জন্ম নিয়ে নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি ইতিহাসের দলিল হয়ে থাকবে। অসাধারণ এই চলচ্চিত্র এক নিঃশ্বাসে দেখার মতো।” কিন্তু সে সময় জানানো হয়নি মুক্তির তারিখ।
পরে তথ্য মন্ত্রণালয়ের এক সূত্রের বরাতে জানা যায়, অক্টোবরের প্রথম সপ্তাহে মুক্তির পরিকল্পনা করা হচ্ছে। কয়েক দফা বৈঠকের পর এই পরিকল্পনা থেকেও সরে আসা হয়। সূত্রের বরাতে পাওয়া খবর, সিনেমাটি
এই সিনেমার পর যদি আমি মরেও যাই বা আর কোনো সিনেমা না করতে পারি, তাতেও কোনো আফসোস থাকবে না– আরিফিন শুভ
২০২১ সালের ২২ জানুয়ারি ভারতের মুম্বাই ফিল্ম সিটিতে শুরু হয় এর শুটিং। সেখানে দাদাসাহেব ফিল্ম সিটি, গোরেগাঁও ফিল্ম সিটিসহ বেশ কয়েকটি এলাকায়, বঙ্গবন্ধুর ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি, টুঙ্গিপাড়ার গ্রামের বাড়ির আদলে সেট সাজিয়ে দৃশ্য ধারণ হয়। ২০২২ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে চলচ্চিত্রটির প্রথম পোস্টার, ৩ মে দ্বিতীয় পোস্টার এবং ১৯ মে ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে সিনেমাটির ট্রেলার রিলিজ করা হয়। ঐতিহাসিক এই সিনেমায় প্রায় দেড়শ চরিত্রের মধ্যে শতাধিক বাংলাদেশি শিল্পী অভিনয় করেছেন। বঙ্গবন্ধুর চরিত্রে আরিফিন শুভ ছাড়াও অন্য অভিনয়শিল্পীর মধ্যে আছেন রাইসুল ইসলাম আসাদ, দিলারা জামান, খায়রুল আলম সবুজ, গাজী রাকায়েত, সায়েম সামাদ, তৌকীর আহমেদ, মিশা সওদাগর, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, প্রার্থনা দীঘিসহ অনেকেই। এই চলচ্চিত্রের সংগীত পরিচালনা করেছেন ভারতের শান্তনু মৈত্র। গান লিখেছেন জাহিদ আকবর।