সিনেমার প্রচারে এই অভিনেত্রীর মা হওয়ার নাটক!

ঋতাভরী চক্রবর্তী
আনন্দ প্রতিদিন ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৩ | ১১:১৬
গত বৃহস্পতিবার রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী বলেন, ‘আমি প্রেগন্যান্ট’। তাঁর এমন ঘোষণায় শোরগোল পড়ে নেটদুনিয়ায়। সবার মনেই প্রশ্ন, ঋতাভরী কি সত্যি প্রেগন্যান্ট? কেউ আবার প্রশ্ন করলেন, ‘ঋতাভরীর বিয়ে হলো কবে?’ খবর জানতে ঋতাভরীকে ফোনে ধরার চেষ্টায় সংবাদমাধ্যম। কোথায় কী! নায়িকা ফোনে অধরা।
অবশেষে এক দিন পর সত্যটা জানালেন ঋতাভরী নিজেই! মা হচ্ছেন ঋতাভরী; বাস্তবে নয়, সিরিজে। জানা গেছে, ঋতার আসন্ন ওয়েব সিরিজ ‘নন্দিনী’তে সন্তানসম্ভবা এক নারীর চরিত্রে দেখা যাবে তাঁকে। সিরিজের প্রচারের স্বার্থেই মা হওয়ার পোস্ট দিয়েছেন এই অভিনেত্রী।
গতকাল দুপুরে অন্তঃসত্ত্বা স্নিগ্ধার [নন্দিনীতে ঋতাভরীর চরিত্র] লুক প্রকাশ্যে এনে ঋতাভরী লেখেন– ‘সকলকে অনেক ধন্যবাদ এই মিষ্টি শুভেচ্ছার জন্য। আমি স্নিগ্ধা, আমি আর আমার স্বামী ঋতম রায়চৌধুরী অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমরা বাবা-মা হতে যাচ্ছি। আপনাদের সবার ভালোবাসা, আশীর্বাদ চাই আমাদের সন্তানকে বাঁচাতে।’
ঋতাভরী আরও লেখেন, ‘আমার ডেবিউ ওয়েব সিরিজ আসছে এক অন্তঃসত্ত্বা মা আর তার হবু সন্তানের লড়াইয়ের গল্প নিয়ে। একের পর এক রহস্যের সমাধান করতে হবে, যা আগে কখনও দেখেননি। আপনাদের অনুমান করে যেতে হবে শেষ পর্যন্ত …।’
- বিষয় :
- ঋতাভরী চক্রবর্তী
- মা হচ্ছেন
- কলকাতার ছবি