সাক্ষাৎকার
কাজ করা কঠিন হয়ে পড়েছে: সামিনা চৌধুরী

কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী
রাসেল আজাদ বিদ্যুৎ
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৩ | ০৬:০১
অনলাইনে সম্প্রতি প্রকাশিত হয়েছে কণ্ঠশিল্পী সামিনা চৌধুরীর নতুন একক গান ‘আমি ভালো নেই’। জুলফিকার রাসেলের লেখা এই গানের সুর করেছেন নচিকেতা চক্রবর্তী। সংগীতায়োজন করেছেন রিদওয়ান নবী পঞ্চম। এ আয়োজন ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় এই শিল্পীর সঙ্গে
নচিকেতা চক্রবর্তীর সুরে গান গাওয়ার খবর অনেক দিন আগে শোনা গিয়েছিল। সেই গান প্রকাশের জন্য এতদিন সময় নেওয়ার কারণ কী?
সৃষ্টিশীল কাজ তো ঘড়ি ধরে শেষ করা যায় না। তাই কোন গান তৈরিতে কত দিন লেগেছে, সেই হিসাব-নিকাশেরও মানে নেই। নচিকেতার সুরে গাওয়া ‘আমি ভালো নেই’ গানটির বেলায় সেটাই হয়েছে। গানের কাজ শুরু হয়েছিল অনেক দিন আগে। কিন্তু তা প্রকাশযোগ্য করে তুলতে অনেকটা সময় লেগে গেছে। এর আসল কারণ রাসেল, নচিকেতা, পঞ্চম– কেউই জনপ্রিয়তাকে পুঁজি করে কাজ করতে চায়নি। সৃষ্টিতে রাখতে চেয়েছেন নান্দনিকতার ছাপ। আমিও স্রোতে গা ভাসাতে চাইনি কখনও। তাই সবার সম্মিলিত ভাবনা থেকেই গানটি তৈরি হয়েছে।
নচিকেতা চক্রবর্তী, জুলফিকার রাসেল ও রিদওয়ান নবী পঞ্চম– এই সংগীত ত্রয়ীর সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল?
পঞ্চম তো পরিবারের সদস্য, ছোট ভাই। তাই শুরু থেকেই জানা ছিল, সংগীতে ডুবে গেলে ও পৃথিবী ভুলে যায়। তাই সংগীতায়োজনের সময় ওর মতো করেই কাজ করতে দেওয়া হয়েছে। জুলফিকার রাসেলের সঙ্গে অনেক কাজ করেছি। তার লেখা বেশ কিছু গান গেয়েছি, যেগুলো অনেকের প্রিয়। শুধু নচিকেতার সঙ্গেই কাজের তেমন কোনো অভিজ্ঞতা ছিল না। কাজ করতে গিয়ে এটুকু বুঝেছি, নিজের প্রতিটি কাজেই তিনি রাখতে চান নতুনত্বের ছোঁয়া।
বেশ কিছুদিন আগে কণ্ঠশিল্পী ফাহমিদা নবী বলেছিলেন, আপনার সঙ্গে একটি যৌথ অ্যালবাম করতে চান। কাজ কি শুরু করেছেন?
আমাদের তো অনেক কিছুই করার ইচ্ছা হয়। ফাহমিদারও এমন ইচ্ছা হতেই পারে। কিন্তু সত্যি এটাই, আমাদের দুই বোনের এখনও কোনো দ্বৈত বা যৌথ অ্যালবাম তৈরি করা হয়ে ওঠেনি। তবে হ্যাঁ, বাবার [বরেণ্য শিল্পী মাহমুদুন্নবী] কালজয়ী গানগুলো নতুন করে প্রকাশ করার জন্য আমরা অনেক দিন ধরেই কাজ করে যাচ্ছি। মাঝে ‘আমার গানের প্রান্তে’ নামে একটি অ্যালবামও প্রকাশ করেছি।
‘আমার গানের প্রান্তে’ অ্যালবামের নতুন কোনো খণ্ড প্রকাশ পাবে কি?
এটা এখনই বলা কঠিন। শুরুতে আমরা অ্যালবামটির কয়েকটি খণ্ড তৈরি করতে চেয়েছিলাম। কিন্তু ক্যাসেট, সিডি যুগ শেষ হয়ে যাওয়ায় এই কাজ করা কঠিন হয়ে পড়েছে। অনলাইনে নতুন সংগীতায়োজনে কালজয়ী গানগুলো একটি-দুটি করে প্রকাশ করা যেতে পারে। এখন কবে কী হবে, সেটা সময়ই বলে দেবে।
আপনার ইউটিউব চ্যানেলের আয়োজন ‘সেই থেকে শুরু’ বেশ সাড়া ফেলেছিল। এর নতুন কোনো সিজন নিয়ে ভাবছেন?
‘সেই থেকে শুরু’র নতুন পর্ব তৈরির ইচ্ছা তো আছেই। ভাবছি, এ বছর এর নতুন সিজন শুরু করব। কারণ, মাত্র কয়েক পর্বে ঘটনাবহুল জীবনের গল্প ফুরাবে না। খেয়াল করেছি, আমার শিল্পীজীবনের একেকটি অভিজ্ঞতা শোনার পর দর্শকের জানার আগ্রহে বেড়েছে। এই আয়োজন থেকে এটাই বুঝেছি, কিছু মানুষ এখনও শিল্পীদের সাধারণ মানুষের কাতারে ফেলতে চান না। তারা মনে করেন, শিল্পীদের জীবন অন্য আর দশজন সাধারণ মানুষের মতো নয়। এই আয়োজন দিয়েই বোঝাতে চাই, আবেগ-অনুভূতির জায়গা থেকে শিল্পীরাও সাধারণ মানুষ থেকে আলাদা নন।
- বিষয় :
- সামিনা চৌধুরী
- সংগীতশিল্পী
- নতুন গান