ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

১১ হলে ‘দুঃসাহসী খোকা’, ১৮ হলে ‌‌‌‘বৃদ্ধাশ্রম’

১১  হলে ‘দুঃসাহসী খোকা’, ১৮ হলে ‌‌‌‘বৃদ্ধাশ্রম’

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ০৮:২৯ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ০৮:২৯

শুক্রবার দেশের সিনেমা হলে মুক্তি পেল দুটি সিনেমা।  একটি মুশফিকুর রহমান গুলজার পরিচালিত ‘দুঃসাহসী খোকা’, অপরটি এসডি রুবেল পরিচালিত ‘বৃদ্ধাশ্রম’। দুটিই বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত।

‘দুঃসাহসী খোকা’য় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম থেকে কৈশোর ও যৌবনের (১৯২০-১৯৩৮) সময়কে তুলে ধরা হয়েছে। এ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন সৌম্য জ্যোতি। আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, গোলাম ফরিদা ছন্দা, এলিনা শাম্মী, মাহমুদা মাহা প্রমুখ। 

১১টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‌‘দুঃসাহসী খোকা’। এগুলো হলো—স্টার সিনেপ্লেক্স (ঢাকার ৪টি শাখা), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), নন্দিতা (সিলেট), রূপকথা (পাবনা), লাইট হাউজ (সাতক্ষীরা) ও রূপকথা (শেরপুর)।

মা-বাবার প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করছে না অনেক সন্তান। বয়স হলে মা-বাবাকে পাঠিয়ে দিচ্ছে বৃদ্ধাশ্রমে। শেষ জীবনে সন্তান-পরিজন ছাড়া কেমন কাটে মা-বাবার জীবন? এমন প্রেক্ষাপটেই তৈরি হয়েছে বৃদ্ধাশ্রম। এস ডি রুবেল পরিচালিত প্রথম সিনেমা ‘বৃদ্ধাশ্রম’।

স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, পুরান ঢাকার আজাদ সিনেমা হল ও ফার্মগেটের আনন্দসহ মোট ১৮টি হলে মুক্তি পেয়েছে। এতে অভিনয় করেছেন রুবেল, ববি, সৈয়দ হাসান ইমাম, প্রবীর মিত্র, আফজাল শরীফ, শম্পা রেজা, মাহমুদুল ইসলাম মিঠু, জাহানারা আহমেদ, দীপক কর্মকার, হাফিজুর রহমান সুরুজসহ অনেকে। সংগীত পরিচালনা করেছেন এসডি রুবেল নিজেই।

আরও পড়ুন

×