শহর ছেড়ে গ্রামে থাকছেন ফেরদৌস ওয়াহিদ, প্রকাশ করছেন ১২ গান

ফেরদৌস ওয়াহিদ
আনন্দ প্রতিদিন প্রতিবেদক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ০৫:২৫
গত বছরের শেষের দিকে একসঙ্গে ১২টি গান করার কথা ঘোষণা দিয়েছিলেন নন্দিত কণ্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদ। এবার ভক্তদের সুখবর দিলেন তিনি। তৈরি হয়েছে তাঁর সেই ১২টি গান। গানের শিরোনাম– ‘আমি প্রেমে পড়েছি’, ‘ছোট্ট বেলা’, ‘দুনিয়াটা মেলা’, ‘দুই দিনের সফর’, ‘ইস্কুলে পাশাপাশি’, ‘জন্মদিন’, ‘হয়তোবা কিছু ভুল’, ‘মাধুরী’, ‘মেঘলা আকাশ’, ‘এই দুনিয়া মায়ার খেলা’, ‘কেউ কারও নয়’ ও ‘তুমি আমার জীবন’। আগামী বিজয় দিবসে কিংস এন্টারটেইনমেন্টের ব্যানারে গানগুলো প্রকাশ হবে বলে জানা গেছে।
গান, পরিচালনা ও অভিনয় জগতের বাইরেও অন্য এক জীবন আছে ফেরদৌস ওয়াহিদের। সেই জীবন উপভোগ করতে ঢাকা ছেড়ে এখন গ্রামেই বাস করছেন ‘এমন একটা মা দে না’খ্যাত এই শিল্পী। গ্রামের মানুষের জীবন, প্রকৃতি, নদী, নদীর ঢেউ, পাখির ডাক, জোছনা, দিনের আলো, সন্ধ্যায় ঝিঁঝির ডাক– সবই তাঁকে আকর্ষণ করে।
ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘দীর্ঘ একটা জীবন তো শহরেই কাটিয়েছি। আমার বাপ-দাদার ভিটা মুন্সীগঞ্জের শ্রীনগর থানার দক্ষিণ পাইকশা গ্রামে। এখন গ্রামেই অভ্যস্ত হয়ে পড়েছি। প্রতিদিন ভোরবেলা হাঁটতে বের হই। প্রকৃতির ছোঁয়ায় অন্যরকম ভালো লাগে। বাড়ির কাছে ইছামতী নদী। সপ্তাহে দু’দিন নৌকায় কাটে আনন্দময় সময়। সব মিলিয়ে বেশ ফুরফুরে মেজাজেই আছি।
- বিষয় :
- ফেরদৌস ওয়াহিদ
- ১২ গান প্রকাশ