ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

জওয়ানের পর আর্মি অফিসার শাহরুখ, ডানকিতে যে গল্প থাকছে

জওয়ানের পর আর্মি  অফিসার শাহরুখ, ডানকিতে যে গল্প থাকছে

শাহরুখ খান

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৩ | ০৯:৫৮ | আপডেট: ০৬ অক্টোবর ২০২৩ | ১২:২৬

বলা যায় ভারতের সিনেমা ইন্ডাস্ট্রিতে ২০২৩ সালটি শাহরুখ খানের জন্য বরাদ্ধ। বলিউডের সিনেবোদ্ধারা শাহরুখ খানকে নিয়ে এভাবেই সালতামামি টানছেন। ঠিক যেন তাই হচ্ছে। বছরের শুরুতে ‘পাঠান’ দিয়ে রেকর্ডের খাতা খুলেছিলেন কিং খান। আটমাস পর ‘জওয়ান’ সিনেমা দিয়ে শাহরুখ নিজেই ভেঙেছেন নিজের রেকর্ড। বছরের শেষে মুক্তি পাওয়ার কথা রয়েছে তার আরেক চমক ‘ডানকি’। কৌতূহল নিয়েই শাহরুখ ভক্তরা মুখিয়ে আছেন পরের ছবি জন্য।

পূর্ব ঘোষণা অনুযায়ী, চলতি বছরের ২২ ডিসেম্বর মুক্তি  পাবে রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’। এতে একজন আর্মি অফিসারের চরিত্রে দেখা যাবে বলিউড বাদশাকে। ছবির অ্যানাউন্সমেন্ট টিজারেও আর্মি লুকে ঝলক দেখা গিয়েছিল তার। আগামী দীপাবলিতে প্রকাশ্যে আসবে ছবির টিজার।

মঙ্গলবার ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেল, শাহরুখের পরবর্তী ছবি ‘ডানকি’র গল্পে উঠে আসবে ভারত-কানাডার অভিবাসনের গল্প। কানাডার অনুপ্রবেশের গল্প দেখা যাবে শাহরুখের এই ছবিতে।

এবারই প্রথম একসঙ্গে কাজ করছেন শাহরুখ খান ও তাপসী পান্নু। শাহরুখ-তাপসী ছাড়াও ‘ডানকি’ সিনেমায় অভিনয় করেছেন ধর্মেন্দ্র, ভিকি কৌশল, দিয়া মির্জা, বোমন ইরানি, সতীশ শাহ’র মত অভিনয়শিল্পীদের।

সম্প্রতি সিনেমা প্রসঙ্গে কথা বলতে গিয়ে তাপসী জানিয়েছেন, ছবিতে শাহরুখ ও ধর্মেন্দ্রর দুরন্ত একটি দৃশ্য রয়েছে। আর এমন আবেগঘন দৃশ্য ভারতীয় সিনেমার ইতিহাসে কখনও দেখা যায়নি।

‘৩ ইডিয়টস’, ‘পিকে’, ‘মুন্নাভাই’ ফ্র্যাঞ্চাইজি, ‘সঞ্জু’র মত একাধিক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন রাজকুমার হিরানি। এমন পরিচালকের সঙ্গে এতদিন বাদে জুটি বেঁধেছেন বলিউড বাদশা। ‘ডানকি’র চিত্রনাট্য লিখেছেন রাজকুমার হিরানি, অভিজাত যোশি ও কণিকা ধীলন। সিনেমাটির সহপ্রযোজনা সংস্থা জিও স্টুডিওস ও রাজকুমার হিরানি ফিল্মস।


এদিকে ১৫৫ কোটিতে ‘ডানকি’ সিনেমার ডিজিটাল রাইটস কিনেছে জিও সিনেমা। যা ভারতীয় সিনেমার ইতিহাসে একক ভাষায় মুক্তি পাওয়া সিনেমার ক্ষেত্রে সবচেয়ে বড় চুক্তি!

বলে রাখা ভাল, এ পর্যন্ত ‘জওয়ান’ বিশ্বব্যাপী আয় করেছে ১০৭০.১ কোটি রুপি। যা বলিউডের দ্বিতীয় সর্বোচ্চ আয় করা সিনেমা। সর্বোচ্চ আয় করা সিনেমা হল আমির খানের ‘দঙ্গল’। সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছিল ২০০০ কোটির বেশি।

তবে শুধু ভারতে সবচেয়ে বেশি আয় করা বলিউড সিনেমার তকমা এখন ‘জওয়ান’র দখলে। বলিউড সিনেমা ‘জওয়ান’ ২৫ দিনে ভারতে আয় করেছে ৬০৩.৭৪ কোটি রুপি। এর আগে এ রেকর্ড ছিল বলিউড সিনেমা শাহরুখের ‘পাঠান’র দখলে। সিনেমাটি ভারতে আয় করে ৫৪৩.০৯ কোটি রুপি। এবার দেখার পালা- রাজকুমার হিরানি ও শাহরুখের রসায়ন দর্শক কতটা গ্রহণ করবে।

আরও পড়ুন

×