ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

নতুন লক্ষ্য নিয়ে ২০ বছরে পা রাখল স্টার সিনেপ্লেক্স

নতুন লক্ষ্য নিয়ে ২০ বছরে পা রাখল স্টার সিনেপ্লেক্স

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৩ | ১০:২৭ | আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ | ১০:২৭

পথচলার ১৯ বছর পূর্ণ করছে দেশের জনপ্রিয় মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্স। এ উপলক্ষে শনিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে জমকালো উদযাপনের আয়োজন করে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। যেখানে ঢাকাই শোবিজের অনেক তারকাও উপস্থিত হয়েছিলেন।

বর্ষপূর্তির আয়োজনে স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল জানান, বর্তমানে দেশজুড়ে তাদের ১৯টি স্ক্রিন চালু রয়েছে। আগামী বছরের মধ্যে সেটা ৪০-এর প্রান্তে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছেন।

মাহবুব রহমান রুহেল বলেন, ‘আমাদের শুরুটা বেশ সংগ্রামের ছিল, কিন্তু এখন যেভাবে ভালো ভালো সিনেমা হচ্ছে, এ অবস্থায় আমরা সিদ্ধান্ত নিয়েছি ২০২৪ সালের মধ্যে আরও ২০টি স্ক্রিন চালু করব। আগামী বছরের শুরুতে চালু হবে ঢাকার উত্তরা, সিদ্ধেশ্বরী (নারায়ণগঞ্জ), বগুড়া, কুমিল্লা, কক্সবাজারে একাধিক স্ক্রিনের সিনেপ্লেক্স। আমাদের লক্ষ্য ১০০ স্ক্রিন চালু করা। সেই লক্ষ্যেই এগোচ্ছি।’


অনুষ্ঠানে দেশীয় সিনেমাকে উৎসাহিত করতে বছরের আলোচিত সিনেমা হিসেবে ‘প্রিয়তমা’, ‘সুড়ঙ্গ’, ‘প্রহেলিকা’ ও ‘অন্তর্জাল’ টিমকে বিশেষ সম্মাননা দিয়েছে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

সিনেমা প্রদর্শনের পাশাপাশি প্রযোজনায়ও নাম লিখিয়েছে স্টার সিনেপ্লেক্স। ২০১৯ সালে মুক্তি পায় তাদের প্রথম প্রযোজনা ‘ন ডরাই’। তানিম রহমান অংশু নির্মিত ছবিটি দর্শকের সাড়া এবং পুরস্কার উভয়ই জিতেছিল। বর্তমানে একাধিক সিনেমার চিত্রনাট্য নিয়ে কাজ চলছে বলে জানালেন প্রতিষ্ঠানটির কর্ণধার। আগামী বছরই সেগুলোর কাজ শুরু হবে।

সিনেপ্লেক্সের বর্ষপূর্তির এ আয়োজনে উপস্থিত ছিলেন অভিনেতা মাহফুজ আহমেদ, চিত্রনায়ক সাইমন সাদিক, এবিএম সুমন, নির্মাতা হিমেল আশরাফ, দীপংকর দীপন, মোস্তফা কামাল রাজ, সংগীতশিল্পী মুজা, গায়িকা-অভিনেত্রী জেফার, গায়িকা দিনাত জাহান মুন্নী, নির্মাতা তানিম রহমান অংশুসহ অনেকে।


বর্তমানে ঢাকার বসুন্ধরা সিটি, মহাখালীর এসকেএস টাওয়ার, ধানমন্ডির সীমান্ত সম্ভার, বিজয় সরণির সামরিক জাদুঘর, মিরপুরের সনি স্কয়ার, চট্টগ্রামের বালি আর্কিড ও রাজশাহী হাইটেক পার্ক মিলিয়ে সাতটি শাখায় স্টার সিনেপ্লেক্সের ১৯টি স্ক্রিন চালু রয়েছে।

আরও পড়ুন

×