ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

মেয়ের বিয়ের দিনক্ষণ ঠিক, কাঁদলেন আমির খান

মেয়ের বিয়ের দিনক্ষণ ঠিক, কাঁদলেন আমির খান

আমির খান ও তার মেয়ে ইরা খান

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৩ | ১২:০৬ | আপডেট: ১২ অক্টোবর ২০২৩ | ১২:০৬

বলিউডের বাকি আর দশজন তারকা সন্তানের থেকে খানিকটা আলাদা ইরা খান। সুপারস্টার আমির খানের মেয়ে হলেও লাইমলাইট থেকে একেবারে দূরে থাকেন তিনি। ইন্ডাস্ট্রির পার্টিতেও দেখা যায় কালেভদ্রে। এবার বিয়ের পিঁড়িতে বসছেন এই স্টারকিড।

গত বছর নভেম্বর মাসের ১৮ তারিখ বাবার জিম ইনস্ট্রাকটর ও প্রেমিক নূপুর শেখরের সঙ্গে বাগদান পর্ব সারেন ইরা। চলতি মাসের ৩ তারিখ বিয়ে হওয়ার কথা থাকলেও সেই তারিখ বাতিল হয়। ২০২৪ সালের ৩ জানুয়ারির নূপুরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন আমিরকন্যা।


ইরা নিজেই সবাইকে জানিয়ে দিলেন তার বিয়ের তারিখ। মেয়ের বিয়ের তারিখ ঠিক হতেই কেঁদে ভাসাচ্ছেন আমির খান।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির বলেন, আমার কথাগুলো হয়ত সিনেমার সংলাপের মত শোনাবে। নূপুর আমার শুধু জামাই নয়, ও আমার ছেলে। ইরা যে সময় অবসাদের সঙ্গে লড়াই করছিল সে সময় প্রতিটা মুহূর্তে তাকে সঙ্গ দিয়েছে। আর ওরা দুজনে একে অপরের সঙ্গে খুশি। সেটাই আমার কাছে যথেষ্ট।


গত ৪ বছর ধরে মনোবিদের তত্ত্বাবধানে রয়েছেন হতাশাগ্রস্ত ইরা খান। নিজের ডিপ্রেশনের কথা লুকাননি আমির খানের মেয়ে। সোশ্যাল মিডিয়ায় আগেও নিজের মনের কথা অনুরাগীদের খুলে বলেছেন তিনি।

আরও পড়ুন

×