ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

রাগিনীর বিরুদ্ধে সোনমের আইনি নোটিশ

রাগিনীর বিরুদ্ধে সোনমের আইনি নোটিশ

সোনম কাপুর

আনন্দ প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৩ | ০৬:৪০ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৩ | ০৭:৩৬

কনটেন্ট তৈরিতে ইউটিউবাররা তারকাদের প্রাধান্য দিয়ে থাকেন। তাদের নতুন কাজ, প্রেম, বিয়ে, বিচ্ছেদের গুঞ্জন থেকে শুরু করে ব্যক্তিজীবনের নানা ঘটনাও টেনে আনেন। ইউটিউবার রাগিনীও তাঁর চ্যানেলে বারবার বলিউড তারকাদের নানা ঘটনা ও বিষয় নিয়ে কনটেন্ট তৈরি করে আসছেন। কিন্তু সেটি করতে গিয়ে কখনও যে আইনি ঝামেলায় পড়বেন– তা হয়তো স্বপ্নেও ভাবেননি। এবার সেই অভিজ্ঞতার মুখোমুখি হতে হল রাগিনীকে।

নন্দিত বলিউড অভিনেত্রী সোনম কাপুর ও তার স্বামী আনন্দ আহুজার পক্ষ থেকে মিলল আইনি নোটিশ।

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, কয়েক দিন আগে বলিউড অভিনেতা রাজকুমার রাও ও রাজীব মাসান্দের সঙ্গে একটি সাক্ষাৎকারে রোজগার ও অর্থ নিয়ে নানা আলোচনা করতে দেখা যায় সোনমকে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়া ট্রেন্ড অনুযায়ী রোস্ট করেছেন ইউটিউবার রাগিনী।


ওই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী সোনমের ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘ভিডিওতে ভাই নিজের স্থিতি হারিয়েছে মনে হচ্ছে।’

এ ধরনের নেতিবাচক মন্তব্য সোনম ও আনন্দ মোটেও সহজভাবে নিতে পারেননি। রাগিনী ভিডিওর মাধ্যমে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারেন– সেই ভাবনা থেকেই আইনি নোটিশ পাঠান সোনম ও তাঁর স্বামী।

নোটিশে উল্লেখ করা হয়েছে, এ ধরনের বিদ্বেষপূর্ণ আচরণ সোনম ও আনন্দের ব্র্যান্ড এবং পরিবারের সদস্যদের সুনাম ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। আইনজীবীর সাহায্যে তারা ওই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর বিরুদ্ধে মানহানিকর মন্তব্য, অনলাইন হয়রানি, নেতিবাচক সংবাদ কভারেজ এবং তাদের ও তাদের ব্র্যান্ড সম্পর্কে প্রতিকূল পর্যালোচনা ইত্যাদি একাধিক অভিযোগ এনেছেন।

আরও পড়ুন

×