ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

দেশজুড়ে শিরোনামহীনের ধারাবাহিক শো

দেশজুড়ে শিরোনামহীনের ধারাবাহিক শো

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৩ | ০৭:৪২ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৩ | ০৭:৪২

শিরোনামহীন ভক্তদের জন্য একসঙ্গে দুটি সুখবর জানালেন এই ব্যান্ডের সদস্যরা। প্রথম খবর হলো, এরই মধ্যে শিরোনামহীন তাদের নতুন অ্যালবামের ৭০ শতাংশ কাজ শেষ করে ফেলেছে। অ্যালবামের নাম ‘বাতিঘর’। এটি ব্যান্ডের প্রথম মৌলিক গানের পূর্ণাঙ্গ আনপ্লাগড অ্যালবাম। যেখানে থাকছে ‘জানে না কেউ’, ‘এই অবেলায়-২’, ‘বাতিঘর’, ‘প্রিয়তমা’সহ ১০টি গান।

আগামী বছরের বিভিন্ন সময় অ্যালবামের গানগুলো প্রকাশ পাবে। দ্বিতীয় খবর হল, চলতি মাসে টানা ১০টি শো করতে যাচ্ছে শিরোনামহীন। এরই মধ্যে রাজধানীর বীরশ্রেষ্ঠ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়াম ও কুমিল্লা মেডিকেল কলেজে দুটি শো করেছে। 

বাকি শোগুলো হবে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজধানীর এস্ফিথিয়েটার, নর্দান ইউনিভার্সিটি, কেআইবি অডিটোরিয়াম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আনোয়ারা, খুলনা বিশ্ববিদ্যালয় ও টাঙ্গাইলে।

এ নিয়ে শিরোনামহীনের বেইজ গিটারিস্ট ও দলনেতা জিয়া রহমান বলেন, ‘আমরা টানা সাত মাস অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। মাঝে শো করেছি, তবে দেশজুড়ে টানা ধারাবাহিকভাবে শো করা হয়নি। সামনে নির্বাচন এবং অ্যালবামের ভিডিও নির্মাণের কাজ থাকায় এই মাসটিকেই ধারাবাহিক শোর জন্য বেছে নিয়েছি। চেষ্টা থাকবে প্রতিটি শোতেই দর্শকের প্রত্যাশা পূরণের।’

তিনি আরও জানান, ধারাবাহিক শো শেষে আবার অ্যালবামের বাকি অংশের কাজ শুরু হবে। নতুন বছরে ভিন্নধর্মী এই আয়োজন শ্রোতার কাছে পৌঁছে দিতে পারবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।

আরও পড়ুন

×