ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ক্রিকেট উন্মাদনায় ‘চলো বাংলাদেশ কনসার্ট’

ক্রিকেট উন্মাদনায় ‘চলো বাংলাদেশ কনসার্ট’

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৩ | ০৭:০৭ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৩ | ০৭:০৭

চলছে আইসিসি বিশ্বকাপ। ক্রিকেটপ্রেমীদের সেই উন্মাদনা বাড়িয়ে দিতে কনসার্টের আয়োজন করেছে মোবাইল নেটওয়ার্ক অপারেটর গ্রামীণফোন। আগামী ২০ অক্টোবর রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘চলো বাংলাদেশ কনসার্ট’ শিরোনামে একনসার্ট অনুষ্ঠিত হবে।

গানে গানে দর্শক মাতাবে, ওয়ারফেজ, আর্টসেল, ক্রিপটিক ফেইট, নেমেসিসের মতো দেশের জনপ্রিয় ব্যান্ড এবং সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ, প্রীতম হাসান, রাফা ফিচারিং হাসান, পান্থ কানাই, ব্ল্যাক জ্যাং, আনিকা ও ডোরা।

এরইমধ্যে শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। গ্রামীণফোন নম্বর দিয়ে মাইজিপি অ্যাপ থেকেই করা যাচ্ছে রেজিস্ট্রেশন। সাম্প্রতিক সময়ে বেশিরভাগ কনসার্টের আয়োজন হচ্ছে ইনডোরে। ‌‘চলো বাংলাদেশ কনসার্ট’ দিয়ে অনেক দিন পর এবার আউটডোরের অভিজ্ঞতা পেতে যাচ্ছেন শ্রোতা-দর্শক। তাই কনসার্টপ্রেমীদের মধ্যে বেশ উন্মাদনাও বিরাজ করছে।

গ্রামীণফোন জানিয়েছে, এরই মধ্যে প্রচুর দর্শক রেজিস্ট্রেশন করেছেন। এই ধারা অব্যাহত রয়েছে। অনেক দিন পর বড় আয়োজনে ওপেন এয়ার কনসার্ট হতে যাচ্ছে, তাও আবার বাংলাদেশ ক্রিকেটকে ঘিরে এই আয়োজন। সব মিলিয়ে দর্শকের তুমুল আগ্রহ আর সাড়া পাওয়া যাচ্ছে।

জানা গেছে, কনসার্ট শুরু হবে বিকেল ৪টা ২০ মিনিটে। দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে দুপুর ২টা ৪৫ মিনিটে। গেট বন্ধ হয়ে যাবে সন্ধ্যা৭টা ৩০ মিনিটে।


আরও পড়ুন

×