ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব করেই বাঁচতে হবে: নওশাবা

প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব করেই বাঁচতে হবে: নওশাবা

কাজী নওশাবা ছবি- হিমেল

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২০ | ১২:০০ | আপডেট: ২৩ এপ্রিল ২০২০ | ০১:০৯

নওশাবা। অভিনেত্রী ও নির্দেশক। ঘরবন্দি মানুষের জন্য 'আর্ট ফর টুগেদারনেস' শীর্ষক সৃজনশীল প্রতিযোগিতার আয়োজন করেছেন তিনি। এ প্রতিযোগিতা ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তার সঙ্গে-

ঘরবন্দি মানুষের জন্য সৃজনশীল প্রতিযোগিতার আয়োজনের পরিকল্পনা কীভাবে এলো?

করোনাভাইরাসের কারণে মানুষ এখন ঘরবন্দি। তাই সময়কে কীভাবে মূল্যবান করে তোলা যায়, তা নিয়ে সবসময় ভেবেছি। 'টুগেদার উই ক্যান' প্রতিষ্ঠার পর পরিকল্পনা ছিল যারা শিল্পী নন, তাদের নিয়ে কিছু করার। এ কারণে প্রথমে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করেছি। যারা কখনও শিল্পী হওয়ার কথা ভাবেনি। শিল্পের শক্তি দিয়ে কিছু করতে চেয়েছি। যে জন্য বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ছোটগল্প, কবিতা, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, ফটোগ্রাফি, চিত্রকর্ম, ভাস্কর্য, অলঙ্করণ ও কার্টুন প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য সবাইকে আহ্বান করেছি। 'দূরে থেকেও জুড়ে থাকি শিল্পের শক্তিতে'-স্লোগানের এ আয়োজন নিয়ে বেশ সাড়াও পাচ্ছি।

করোনায় নতুন উপলব্ধি কী হলো?

পৃথিবীতে আমরা কত অসহায়- এটা নতুন করে বুঝেছি। প্রকৃতিকে ভয় পাওয়ার কিছু নেই। ভালোভাবে বাঁচতে হলে প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব করেই বাঁচতে হবে।

সম্প্রতি অনলাইন প্ল্যাটফর্মে হৈচৈ-এ ধারাবাহিক 'একেন বাবুর ঢাকা রহস্য' মুক্তি পেয়েছে। এ কাজের অভিজ্ঞতা কেমন ছিল?

খুবই ভালো। এত গোছানো টিম তারা চিন্তাই করা যায় না। ধারাবাহিকে কাজ করেও মনে হয়েছে, সিনেমায় অভিনয় করছি। মেহেরুন্নেসা চরিত্রে অভিনয় করেও আমি বেশ তৃপ্ত।

রাহাত ফতেহ আলী খানের গানের ভিডিওতে মডেল হয়েছেন। কেমন সাড়া পাচ্ছেন?

'ভালোবাসা আমার পর হয়েছে' গানের ভিডিও দেখে অনেকে প্রশংসা করেছেন। সাম্প্রতিক সময়ে এটি আমার আলোচিত কাজ বলে মনে করি। শাহরিয়ার পলকের পরিচালনায় এবং রুনা লায়লার এ ভিডিওতে কাজ করা সৌভাগ্যের।

আজকাল স্বল্পদৈর্ঘ্য ছবিতে বেশি কাজ করছেন। এর পেছনে কি আলাদা কোনো কারণ আছে?

গল্প ও চরিত্র যদি ভিন্ন ধরনের মনে হয়, তাহলেই অভিনয় করি। সেটা স্বল্পদৈর্ঘ্য নাকি, পূর্ণদৈর্ঘ্য সিনেমা হবে তা নিয়ে ভাবি না। এর মধ্যে শাব্দিক শাহীনের পরিচালনায় 'দ্য ন্যাকেড সোল', তানভীর চৌধুরীর 'এসো সুসংবাদ এসো' ও নানজীবা খানের 'দি আনওয়ান্টেড টুইন' নামের যে তিনটি স্বল্পদৈর্ঘ্য সিনেমায় অভিনয় করেছি, তার গল্প একেবারেই ভিন্ন ধরনের।

আরও পড়ুন

×