ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

মিশিগানে মিউজিকফেস্টে তাহসান খান

মিশিগানে মিউজিকফেস্টে তাহসান খান

তাহসান খান

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৩ | ০৬:৩৩ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৩ | ০৬:৩৩

যুক্তরাষ্ট্রের মিশিগানে ২৭ অক্টোবর বাংলাদেশি মিউজিকফেস্টে গাইবেন বাংলাদেশি তারকাশিল্পী তাহসান। সম্প্রতি মিশিগানের ওয়ারেন সিটির ‘আড্ডা’ রেস্টুরেন্টে আয়োজকদের পক্ষথেকে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

একই আয়োজনে তারকা গায়ক মোজার সঙ্গে থাকছে ব্যান্ড দল শূন্য ও ব্ল্যাকের পরিবেশনা। পাশাপাশি অংশনেবেনবেশ কয়েকজন প্রবাসী শিল্পী। অনুষ্ঠানটি শুরু হবে স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায়, শেষ হবে রাত ১১টায়।

সংবাদ সম্মেলনে অন্যদেরমধ্যেউপস্থিত ছিলেন এসএনএস হোম লোনের কর্ণধার নাসির সবুজ, ভিয়ের ইভেন্টের ফায়রুজ রহমান প্রমুখ। আয়োজকরা জানান, ২৭ অক্টোবর ওয়ারেন সিটির ওয়ারেন কমিউনিটিসেন্টারে বাংলাদেশি মিউজিকফেস্ট অনুষ্ঠিত হবে। এতে রয়েছে তাহসান খান, মুজা, জনপ্রিয় ব্যান্ডদল শূন্য, ব্ল্যাক,প্রবাসী শিল্পী তানভি, আরমান, হিমেল, ইক্কি গা এবংটেন অ্যান্ড হাফ মাইলসের ভোকালদের পরিবেশনা।

বাংলাদেশি কমিউনিটি মিশিগানের আয়োজনে মিউজিকফেস্টিভ্যালের সার্বিক সহযোগিতায় রয়েছে ভিয়ের ইভেন্ট।


আরও পড়ুন

×