কোথায় হবে ইরা খানের বিয়ের অনুষ্ঠান

আমির খান ও তার মেয়ে ইরা খান
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩ | ০৮:৪০ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৩ | ০৮:৪৫
বলিউড তারকাদের বিয়ের সানাই বাজা মানেই ভক্তদের আগ্রহ বেড়ে যায় দ্বিগুণ। পছন্দের তারকার বিয়ের সাজপোশাক কেমন হতে চেলেছে, ভেন্যু কোথায়, খাবার মেনুতে কী কী থাকছে—এসব নিয়ে চলতে থাকে নানা জল্পনাকল্পনা। আমির খানের মেয়ের বিয়ে নিয়েও চলছে আলোচনা। দুমাস আগে থেকেই একমাত্র মেয়ে ইরার বিয়ের সমস্ত আয়োজন শুরু করেছেন আমির খান।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, উদয়পুরেই বিরাট আয়োজনের মধ্যদিয়ে ২০২৪ সালের ৩ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়বেন আমিরকন্যা ইরা খান। কিন্তু তার আগে হবে আইনি বিয়ে। এর পরই ১৩ জানুয়ারি মুম্বাইতে দেওয়া হবে রিসেপশন।
আমির খান ঘনিষ্ঠমহল সূত্র জানাচ্ছে, ৮-১০ জানুয়ারি ৩ দিন ধরে চলবে অনুষ্ঠান। মেহেদি থেকে সংগীত, হলুদ সবটাই হবে ধুমধাম করে। নিমন্ত্রিত থাকবে শুধু বর ও কনের পরিবার, আর খুব কাছের বন্ধুরা।
মেয়ের বিয়ের তারিখ ঠিক হতেই কেঁদে ভাসাচ্ছেন আমির খান। এবং সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির জানালেন, ‘মেয়ের বিয়ের দিন খুব কাঁদব।’
সাক্ষাৎকারে আমির আরও জানিয়েছেন, ‘আমার কথাগুলো হয়তো সিনেমার সংলাপের মতো শোনাবে। নূপুর আমার শুধু জামাই নয়, আমার ছেলেই। ইরা যে সময় অবসাদের সঙ্গে লড়াই করছিল, সেই সময় প্রতিটা মুহূর্তে মেয়েকে সঙ্গ দিয়েছে। আর ওঁরা দুজনে একে অপরের সঙ্গে খুশি, সেটাই আমার কাছে যথেষ্ট।’
- বিষয় :
- আমির খান
- ইরা খান
- বলিউড
- আমির খানের মেয়ের বিয়ে