ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশে ‘মানুষ’

আনন্দ প্রতিদিন প্রতিবেদক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৩ | ০৮:১৪ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৩ | ০৮:১৪
টালিউডের জনপ্রিয় অভিনেতা জিৎকে নিয়ে ‘মানুষ’ শিরোনামে সিনেমা নির্মাণ করছেন বাংলাদেশি নির্মাতা সঞ্জয় সমদ্দার। জিৎ প্রযোজিত সিনেমাটি ভারতে মুক্তি পাবে আগামী ২৪ নভেম্বর। সিনেমাটির মুক্তি এরই মধ্যে পোস্টার ও টিজার প্রকাশ করা হয়েছে। এবার জানা গেল, সিনেমাটি ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশেও মুক্তির খবর।
পরিচালক সঞ্জয় সমদ্দার বলেন, ‘মানুষ সিনেমাটি ভারতের সঙ্গে এক দিনই মুক্তি পেলে আমার চেয়ে বেশি খুশি কেউ হয়তো হবে না। যতদূর জানি, জাজ মাল্টিমিডিয়ার আজিজ ভাই সিনেমাটি বাংলাদেশেও এক দিনে মুক্তির চেষ্টা করছেন।’
সিনেমাটি বাংলাদেশে মুক্তির প্রক্রিয়া কতদূর, তা জানতে যোগাযোগ করা হয় জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজের সঙ্গে।

আবদুল আজিজ সমকালকে তিনি বলেন, ‘মানুষ ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশেও মুক্তির দেব আমরা। আজ মন্ত্রণালয়ে আবেদন করব। অনুমতি পেলেই ভারতের সঙ্গে ২৪ নভেম্বর বাংলাদেশেও মুক্তি পাবে মানুষ। মানুষের জীবনের উত্থান-পতন, দুঃখ, আনন্দ সবকিছুর মিশেলে সিনেমাটির গল্প।
সিনেমাটিতে জিতের সঙ্গে বাংলাদেশের বিদ্যা সিনহা মিমও অভিনয় করেছেন। আরও অভিনয় করেছেন জিতু কমল ও সুস্মিতা চট্টোপাধ্যায়।
- বিষয় :
- জিৎ
- মানুষ
- সঞ্জয় সমদ্দার
- পোস্টার
- ঢালিউড