এই পাগলামিটা করে যেতে চাই: আদর আজাদ

আদর আজাদ
অনিন্দ্য মামুন
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৩ | ১০:০৬ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৩ | ১০:২২
চিত্রনায়ক আদর আজাদ। গত শুক্রবার মুক্তি পাওয়ার কথা ছিলো তার সিনেমা ‘যন্ত্রণা’। কিন্তু কিছু কারণে তা পিছিয়ে যায়। এছাড়া গেল সপ্তাহে ‘দরদিয়া’ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন আদর। এই ছবিতে তার বিপরীতে দেখা যাবে পূজা চেরিকে। সম্প্রতি নিজের কাজসহ ভিন্নি বিষয়ে সমকালের সঙ্গে কথা বলেছেন এই নায়ক।
আপনার অভিনীত যন্ত্রণা সিনেমাটি মুক্তির ঘোষণা দিয়েও পিছিয়ে গেল...
হ্যাঁ, ২৭ অক্টোবর যন্ত্রণা সিনেমাটি মুক্তির কথা ছিল। কিন্তু পায়নি। কেন পেছানো হয়েছে তার বিশদ পরিচালক জানিয়ে দিয়েছেন। তার পরও বলি, সিনেমা হলে এখন চলছে বঙ্গবন্ধুর বায়োগ্রাফি ‘মুজিব: একটি জাতির রূপকার’। এই সিনেমার প্রতি শ্রদ্ধা জানিয়ে তারিখ পরিবর্তন করেছে ‘যন্ত্রণা’ টিম।
যন্ত্রণা সিনেমার দুই নায়িকা নিয়ে নাকি আপনারাও যন্ত্রণায় আছেন?
দুই নায়িকা নিয়ে কেন, পুরো টিমই তো যন্ত্রণা নিয়ে আছে। মুক্তি না পাওয়া পর্যন্ত সবাইকেই যন্ত্রণা নিয়ে থাকতে হবে। সিনেমাটি মুক্তির মাধ্যমেই এই যন্ত্রণার অবসান! (হাসি)
পর পর তিন তিনটি সিনেমায় পূজা চেরির সঙ্গে জুটি হলেন। আপনারা কি জুটি গড়ার মিশন নিয়ে এগোচ্ছেন?
পূজা চেরি দারুণ একজন অভিনেত্রী। আমরা কেবল জুটি হয়ে ‘নাকফুল’ ও ‘লিপস্টিক’ নামে দুটি সিনেমার শুটিং শেষ করেছি। সম্প্রতি ‘দরদিয়া’ নামে আরও একটি সিনেমায় চুক্তিবদ্ধ হলাম। পরিচালক ও প্রযোজকরা গল্পের সঙ্গে আমরা যাই বলে আমাদের একসঙ্গে চুক্তিবদ্ধ করিয়েছেন। কোনো মিশন-টিশন তো আমাদের ছিল না, নেইও। তবে তিন সিনেমার মুক্তি পেলে দর্শক যদি আমাদের একসঙ্গে পছন্দ করেন, তাহলে জুটি হয়ে একাধিক ছবি হতেই পারে। আর সিনেমায় জুটি গড়ার কারিগর তো আমরা না, সেটা পরিচালক ও প্রযোজকের ইচ্ছা আর দর্শকদের চাহিদায় তৈরি হয়।
‘তালাশ’ ও ‘লোকাল’ সিনেমায় ক্রেজি লুকে দারুণ প্রশংসা পেয়েছেন। কিন্তু সিনেমা দুটি সেই তুলনায় দর্শক টানতে পারেনি...
যে দুটি সিনেমার মুক্তি পেয়েছে, সেগুলো আমি আমার সর্বোচ্চ শ্রম দিয়ে কাজ করেছি। ফলাফল যতটা পেয়েছি, তা নিয়ে আমি হতাশ নই। আমি তো ইন্ডাস্ট্রিতে নতুন, সিনেমা দুটির জন্য অনেক দর্শকের কাছে যেতে পেরেছি, মানুষ নায়ক হিসেবে একটু হলেও আমাকে চিনেছেন। নানাভাবে প্রশংসা করেছেন। নতুন নায়ক হিসেবে আর কি চাই!
এই পরিশ্রমটা আগামীতেও দেখা যাবে তো?
সিনেমাটা আমার কাছে একটা পাগলামি। এই পাগলামিটাই আমি করে যেতে চাই। এই পাগলামির কারণে ২০১৮ সাল থেকে ছোট পর্দায় কাজ ছেড়ে দিই। এর পর শুধু ফিল্ম নিয়েই পড়েছিলাম। এখনও আছি। সাফল্য পাই বা না পাই, আমি লেগে থাকব।