ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

প্রকাশ পেলো ঐশীর ‌‌‘যৌবন গেলো’

প্রকাশ পেলো ঐশীর ‌‌‘যৌবন গেলো’

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২০ | ০১:০৭ | আপডেট: ২৬ এপ্রিল ২০২০ | ০১:৩৩

করোনা ভাইরাসের এই পরিস্থিতিতেও নতুন গান প্রকাশ করলেন কণ্ঠশিল্পী ঐশী। আধ্যাত্মিক গান এটি। গানের শিলোনাম  ‘যৌবন গেলো’।  ‘তিন কাল গিয়া এক কাল বাকী, আর চলবে না হায় চালাকি, সোনার বদন মাটি হইব,থাকব না রং বাহার, যৈবন গেলো - হাসিতে খেলিতে আমার’ এমন কথামালার ‘ গানটি লিখেছেন ও সুর করেছেন হাবিব মোস্তফা, সংগীত আয়োজন করেছেন অণু মোস্তাফিজ।

গানটি প্রসঙ্গে  কণ্ঠশিল্পী ঐশী বলেন, হাবিব মোস্তফা একজন তরুন মেধাবী গীতিকার ও সুরকার। তার গানের কথায় ও সুরে নতুনত্ব ও গভীরতা রয়েছে। আমার গানের শ্রোতারা গানটিতে অন্য আমিকে খুঁজে পাবেন ইনশাল্লাহ।

এদিকে করোনা ভাইরাসের এই পরিস্থিতিতে সবাইকে ঘরে থাকার আহ্বান জানান এ গায়িকা। বলেন, বাসায় বসেই যা করার করুন। সবার নিরাপত্তার জন্যই আপাতত কারও বাইরে বের হওয়া উচিত নয়। 

জি সিরিজের ব্যানারে প্রকাশিত ‘যৌবন গেলো’ গানের নান্দনিক ভিডিও শ্রোতারা উপভোগ করছেন।





আরও পড়ুন

×