ছেলে নিবিড়ের জন্য কুমার বিশ্বজিতের গান

কুমার বিশ্বজিৎ ও তার ছেলে কুমার নিবিড়
আনন্দ প্রতিদিন প্রতিবেদক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৩ | ১২:৩৪ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৩ | ১৩:৩৮
দীর্ঘ আট মাস বুকে চেপে থাকা কষ্ট সুরের জোয়ারে ভাসিয়ে দিলেন নন্দিত কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ। দুর্ঘটনার শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সন্তান নিবিড়ের জন্য গাইলেন নতুন একটি গান। শিরোনাম ‘নিবিড় অপেক্ষা’।
‘আমার বুকেই কেন বৃষ্টি অঝোরে ঝরে পড়ছে; তবু সারাক্ষণ আমার হৃদয় মন নিবিড় অপেক্ষা করছে’– এমন কথায় সাজানো গানটি লিখেছেন হাসানুজ্জামান মাসুম। সুর ও সংগীতায়োজন করেছেন কিশোর দাস।
গত ২২ নভেম্বর ছিল কুমার নিবিড়ের ২২তম জন্মদিন। এ উপলক্ষে ফেসবুক পেজে ‘নিবিড় অপেক্ষা’ টিজার শেয়ার করে কুমার বিশ্বজিৎ জানিয়েছেন, বিশেষ দিনে নিবিড়ের জন্য এটি তাঁর আশীর্বাদ।
একই সঙ্গে দীর্ঘদিন পর কোনো গানে কণ্ঠ দেওয়া নিয়ে এই শিল্পী বলেছেন, ‘শিল্পীর প্রাণ মরে যায় যখন, তখন গান গাওয়াটাই তার জন্য কঠিন হয়ে যায়। আর আট মাস ধরে একরকম বেঁচে থেকেও বেঁচে না থাকার মতো আছি আমি। এবার ব্যক্তিগত কিছু কাজে যখন দেশে যাই, তখন আমার স্নেহের দুই ছোট ভাই কিশোর ও বাপ্পী এসে ধরল গানটি গাওয়ার জন্য। বলল, ‘আপনার জন্যই গানটি করা।’ গানটির কথা ও সুর ভালো লাগল। তার চেয়ে বড় বিষয় হলো, গানটিতে একটা আর্ত এবং অপেক্ষার বিষয় রয়েছে, যেটা আমাকে খুব স্পর্শ করেছে, তাই গাইলাম।’
গত ১৪ ফেব্রুয়ারি কানাডায় সড়ক দুর্ঘটনার শিকার হন কুমার নিবিড় ও তাঁর তিন বন্ধু। সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে গাড়িটি উল্টে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়ি থেকে চারজনকে উদ্ধার করেন। গাড়ির পেছনের সিটে বসা দু’জনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। তৃতীয়জনের মৃত্যু হয় ট্রমা সেন্টারে ভর্তি করার পর। শুধু নিবিড় প্রাণে বেঁচে গেলেও আট মাসের বেশি সময় ধরে চিকিৎসাধীন।
এই দীর্ঘ সময় ধরে কানাডার সেন্ট মাইকেল হাসপাতালেই অবস্থান করছেন কুমার বিশ্বজিৎ ও তাঁর স্ত্রী নাঈমা সুলতানা। মাঝে কয়েক দিনের জন্য দেশে এসেছিলেন কুমার বিশ্বজিৎ। আর তখনই বুকে চাপা কষ্ট নিয়ে ছেলের জন্য কণ্ঠ দিয়েছেন ‘নিবিড় অপেক্ষা’ গানটিতে।
- বিষয় :
- কুমার বিশ্বজিৎ