ছয় তারকাকে নিয়ে রোমান্টিক নাটকের উৎসব

ছবি: কোলাজ
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৩ | ১৪:৩০ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৩ | ১৬:৫৭
বেশ কয়েক বছর ধরে ক্লোজআপের আয়োজনে ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হচ্ছে একক নাটক, টেলিছবি ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। সেই ধারাবাহিকতায় সম্প্রতি নির্মিত হয়েছে আরও তিনটি রোমান্টিক নাটক; যা নিয়ে অডিও-ভিডিও প্রকাশনা প্রতিষ্ঠান সিএমভি একটি উৎসবের আয়োজন করেছে।
‘ক্লোজআপ রোমান্টিক ড্রামা ফেস্টিভ্যাল’ শিরোনামের উৎসবটিতে থাকছে সময়ের আলোচিত তিন নির্মাতা ও ছয় তারকার তিনটি রোমান্টিক নাটক। যেখানে নতুন করে জুটি বেঁধেছেন অপূর্ব-তটিনী, জোভান-নিহা ও তৌসিফ-তানজিন তিশা। উৎসব শুরু হয়েছে গতকাল সন্ধ্যায় সিএমভির ইউটিউব চ্যানেলে ‘হৃদয়ে হৃদয়’ নাটকটি দর্শকের জন্য উন্মুক্ত করে দেওয়ার মধ্য দিয়ে। পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। চিত্রনাট্যও লিখেছেন নির্মাতা নিজেই। এতে জোভানের বিপরীতে দেখা যাবে এ সময়ের আলোচিত তরুণ অভিনেত্রী নাজনীন নাহার নিহাকে।
নির্মাতা আরিয়ার জানান, বিশ্ববিদ্যালয়পড়ুয়া দুই তরুণ-তরুণীর প্রেম নিয়ে গড়ে উঠেছে নাটকের কাহিনি। যা দেখে অনেকেরই বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিগুলো মনের পর্দায় নতুন করে ভেসে উঠবে বলেই তাঁর ধারণা।
রোমান্টিক নাটকের উৎসব নিয়ে এই নির্মাতার ভাষ্য, ‘ছোটপর্দার নাটক নিয়ে উৎসব হচ্ছে, এটি সত্যি ভালো লাগার বিষয়। বিশেষ করে যারা রোমান্টিক নাটকের দর্শক,ক্লোজআপ রোমান্টিক ড্রামা ফেস্টিভ্যালতাদের অনেকের প্রত্যাশা পূরণ করবে বলেই আশা করছি।’
অভিনেতা জোভানের কথায়, ‘দর্শকের ভালো লাগার কথা ভেবেইনিয়মিত রোমান্টিক গল্পে কাজ করে যাচ্ছি। সত্যি এটাই, এই ঘরানার কাজে আমি বেশি সফল। আমার যতগুলো কাজ জনপ্রিয়তা পেয়েছে, তার অধিকাংশই রোমান্টিক গল্প নিয়ে নির্মিত। তাই রোমান্টিক নাটক নিয়ে উৎসব হচ্ছে জেনে অন্যরকম ভালো লাগা কাজ করছে।’ জোভানের মতো একই মত পোষণ করেছেন অভিনেত্রী নিহাও।
ক্লোজআপ রোমান্টিক ড্রামা ফেস্টিভ্যালের দ্বিতীয় আয়োজনে থাকছে জাকারিয়া সৌখিন রচিত ও পরিচালিত নাটক ‘পথে হলো দেরি’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন রোমান্টিক ঘরানার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক অপূর্ব ও তরুণ অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। তাদের সহশিল্পী হিসেবে নাটকে আরও অভিনয় করেছেন সালাহ খানম নাদিয়া, মনোজ প্রমাণিক প্রমুখ।
এ নাটক নিয়ে নির্মাতা জাকারিয়া সৌখিন বলেন, ‘এক সময় টিভি নাটককে বলা হতো ইরেজ মিডিয়া। কারণ, টিভিতে প্রচারের পর দর্শক চাইলেও প্রিয় নাটক যেকোনো সময় দেখার সুযোগ পেতেন না। এখন সময় বদলেছে, দর্শক যেকোনো সময় তাদের প্রিয় নাটক দেখার সুযোগ পাচ্ছেন। নাটক হারিয়ে যাওয়ারও সুযোগ নেই। তাই সিনেমার মতো নাটক নিয়ে উৎসব হবে– এমন আশা করতেই পারি।’ উৎসবের নাটক নিয়ে এই নির্মাতা আরও বলেন, ‘দেরি মানেই অনেক কিছু হারিয়ে ফেলা নয়, দেরিতে কখনও কখনও ফুলও ফোটে। পথে হলো দেরি নাটকের গল্পে এটিই তুলে ধরা হয়েছে। আশা করছি, নাটকটি অনেকের মনে ছাপ ফেলবে।’ রোমান্টিক নাটকের উৎসবের তৃতীয় আয়োজন হিসেবে দর্শকের জন্য উন্মুক্ত হবে তৌসিফ মাহবুব ও তানজিন তিশা জুটির নাটক ‘ভালোবাসি তবুও’।
এ জুটির পাশাপাশি বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন অন্তু, ইকবাল, আজাদ প্রমুখ। নাটকের চিত্রনাট্য ও পরিচালনা করেছেন প্রবীর রায় চৌধুরী। এ আয়োজন নিয়ে তিনি বলেন, ‘ভালোবাসার গল্পে অনেক বাঁকবদল থাকে। নাটকের ঘটনাগুলোর মধ্য দিয়ে দর্শক নতুন করে তা জানার সুযোগ পাবেন।’উৎসব নিয়ে তিনি বলেন, ‘এখন অনেক প্ল্যাটফর্ম, যে কারণে দর্শক ভাগাভাগি হয়ে যাচ্ছে। তাই নাটক নিয়ে আলাদা করে উৎসব ভাবনাটা পজিটিভ বলেই মনে করি। বিশেষ করে রোমান্টিক নাটক নিয়ে যাদের আক্ষেপ ছিল, তা কিছুটা হলেও লাঘব হবে এউৎসব থেকে।’তাঁর কথার সঙ্গে একমত পোষণ করেছেন অভিনেতা তৌসিফ মাহবুব, অভিনেত্রী তানজিন তিশাসহ অন্য অভিনেতা-অভিনেত্রী ও নির্মাতারা।