ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

বাবার দ্বিতীয় বিয়েতে যে কাণ্ড ঘটালেন আরহান

বাবার দ্বিতীয় বিয়েতে যে কাণ্ড ঘটালেন আরহান

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৩ | ১৩:২৭ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৩ | ১৩:৩৩

এক সময় বলিউডের আদর্শ দম্পতি ছিলেন আরবাজ খান-মালাইকা অরোরা। ১৯ বছর এক ছাদের নিচে থেকেছেন এই দম্পতি। তাদের সংসারে আছে এক পুত্রসন্তান। কিন্তু ২০১৭ সালে স্বামী-স্ত্রীর পরিচয় ভেঙে দেন তারা। ৬ বছর পর দ্বিতীয় বিয়ে করলেন। হেয়ারস্টাইলিস্ট শুরা খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বলিউডের এই অভিনেতা, নির্মাতা-প্রযোজক।

বাবার দ্বিতীয় বিয়ে। তাতে কী? মজা, খুনসুটিতে মেতে ওঠার কোনও সুযোগই ছাড়লেন না আরবাজ খানের প্রথম পক্ষের ছেলে আরহান। বাবার দ্বিতীয় বিয়ের আসর মাতানোর দায়িত্বও নিলেন আরহান খান।

গতকাল বিয়ের পর অতিথিদের জন্য ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে গান গেয়েছেন হর্ষদীপ কৌর। আর সেই মঞ্চেই আরহান গাইলেন বাবা আরবাজের সঙ্গে। মাইক তখন আরবাজের হাতে। হর্ষদীপের সঙ্গে তাল মিলিয়ে ‘তেরে মস্ত মস্ত দো নয়ন…’ গাইছেন ‘দুলহে রাজা’। আচমকাই মঞ্চে উঠে আসেন আরহান। ছেলের দিকে মাইক এগিয়ে দেন আরবাজ। এরপরই একসঙ্গে গান গাইতে শোনা যায় তাঁদের। পাশেই দাঁড়িয়ে খান পরিবারের নতুন বউমা সুরা। বাবা-ছেলের চিয়ারলিডার হিসেবে দেখা গেল তাঁকে।

আরেকটি ভিডিওতে দেখা গেল ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমার ‘হে কবীরা’ গানে সৎ মা এবং বাবার সঙ্গে নাচতে দেখা গেল আরহান খানকে। পরনে কালো স্যুট। আরবাজ-আরহান এবং সুরা মিলে জমিয়ে নাচলেন। স্বামীর প্রথম পক্ষের ছেলেকে নিয়ে বেজায় খুশি সৎ মা সুরা খানও। এককথায় বাবার বিয়েতে মূল আকর্ষণ হয়ে উঠেছিলেন আরহান খান। ছেলের এমন কীর্তি ভাইরাল হতেও সময় নেয়নি নেটপাড়ায়!

আরও পড়ুন

×