সিনেমা মুক্তির সময় সব এলোমেলো হয়ে যায়: সাইমন সাদিক

সাইমন সাদিক
অনিন্দ্য মামুন
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৪ | ১৪:৪১ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৪ | ১৭:১৮
ঢাকাই সিনেমার নায়ক সাইমন সাদিক। নতুন বছরে নতুন সিনেমা ‘শেষ বাজি’ নিয়ে আাসছে তিনি। গেলো ডিসেম্বরের মাঝামাঝিতে পোস্টার উন্মুক্ত করে জানানো হয় ছবিটি ১৯ জানুয়ারি মুক্তি পাচ্ছে। সম্প্রতি নতুন সিনেমাসহ বেশকিছু বিষয় নিয়ে তিনি কথা বলেছেন সমকালের সঙ্গে।
১৯ জানুয়ারি আপনার ‘শেষ বাজি’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা। মুক্তি পাচ্ছে কি?
এখন পর্যন্ত নির্ধারিত তারিখে ছবিটি মুক্তির বিষয় চূড়ান্ত। ট্রেলারও প্রকাশ হয়েছে। সেখানেও মুক্তির তারিখ জানানো হয়েছে। আমার বিশ্বাস, বড় কোনো অঘটন না ঘটলে ‘শেষ বাজি’ ১৯ জানুয়ারিই মুক্তি পাবে।
গত বছরের মাঝামাঝি সময়ে বলেছিলেন, ফর্মুলার বাইরের ছবিগুলোয় জোর দেবেন। ‘শেষ বাজি’ কি ফর্মুলার বাইরের?
হ্যাঁ, এটি একেবারে ফর্মুলার বাইরের ছবি। এ ছবিতে গতানুগতিক রোমান্টিক দৃশ্য, প্রেম-ভালোবাসার গান বা সংলাপ নেই। যারা অভিনয় করেছেন, তারা চরিত্রের মধ্য দিয়ে একেকজন অভিনেতা হয়ে উঠেছেন।
হঠাৎ করেই এমন টাইপের ছবিতে অভিনয়ে জোর দেওয়ার কারণ কী?
ক্যারিয়ারের শুরু থেকেই বাণিজ্যিক ধারার সিনেমায় অভিনয় করে আসছি। অনেক তো করলাম। এবার একটু ভিন্ন পথে হেঁটে দেখি। এখন দর্শকের রুচির পরিবর্তন এসেছে। তারা এখন সিনেমায় ভিন্ন টাইপের নির্মাণ ও গল্প আশা করেন। সময়ের সঙ্গে তো আমাদেরও পরিবর্তন হতে হয়। দিনশেষে দর্শকের ভালোবাসার জন্যই তো আমরা। তাই তাদের রুচি ও চাহিদার মূল্য দিতেই এমন সিদ্ধান্ত।
আপনার সিনেমা মুক্তির আর কিছুদিন বাকি; এখনও প্রচারণা তেমন চোখে পড়ছে না…
আমার সিনেমাগুলো মুক্তির সময় আমি নিজে থেকেই প্রচার করি। এমনকি অন্যদের সিনেমা মুক্তি পেলেও আমি প্রচারণায় থাকি। কিন্তু নিজে থেকে আর কত করা যায়? আমি সংবাদ সম্মেলনের আয়োজন করি, সিনেমা হলে গিয়ে দর্শকের প্রতিক্রিয়া জানার চেষ্টা করি। কিন্তু এ কাজ তো আমার একার নয়; এটি টিমওয়ার্ক। সিনেমা শুরুর আগে অনেক প্ল্যান থাকে। কিন্তু মুক্তির সময় সব এলোমেলো হয়ে যায়।
এক সাক্ষাৎকারে বলেছেন, প্রযোজকরা শুরুতে সুইজারল্যান্ডে শুটিংয়ের কথা বলেছিলেন। পরে বুড়িগঙ্গার তীরে শুটিং করেন। এতে নায়কদের কোনো ভূমিকা ছিল না?
আমাদের কী করার আছে বলেন। আমরা তো শিল্পী। তাও যতটুকু বলার বা সিনেমার জন্য করার– করার ট্রাই করি। এগুলো করবেন প্রযোজক ও নির্মাতারা। ভূমিকা সবারই নিতে হবে। সিনেমা ভালোর জন্য একজন প্রডাকশন বয় থেকে শুরু করে প্রযোজক পর্যন্ত সবাইকেই উন্নত চিন্তার, মানসিকতার ও পরিশ্রমী হতে হবে।
ওটিটিতেও কি কাজের ইচ্ছা আছে?
এখন ওটিটির জোয়ার চলছে। আধুনিক দর্শক ওটিটি কনটেন্ট পছন্দ করছেন। আমার কাছে সিনেমা সবচেয়ে বড় হলেও অনুভব করছি ওটিটিতে কিছু কাজ করা দরকার। কারণ সময়ের সঙ্গে থাকা উচিত।
এ বছর আপনার অভিনীত ছবি মুক্তির তালিকাটা জানতে চাই?
গত বছর ও এর আগের বছরে শুটিং করা ‘আনন্দ অশ্রু’, ‘বাহাদুরি’, ‘গ্যাংস্টার’, ‘জলরঙ’, ‘চাদর’, ‘নরসুন্দর’, ‘নদীর বুকে চাঁদ’-এর কাজ শেষ। প্রায় সবকটিই গল্পনির্ভর; যাতে নতুন এক সাইমনকে আবিষ্কার করবেন দর্শক।
- বিষয় :
- সাইমন সাদিক