ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

পপ সম্রাটের বায়োপিক, এলো ‘মাইকেল’ ছবির প্রথম ঝলক

পপ সম্রাটের বায়োপিক, এলো ‘মাইকেল’ ছবির প্রথম ঝলক

ছবি: সংগৃহীত

আনন্দ প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৪ | ১৩:০২ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৪ | ১৫:৩২

বিশ্বজুড়ে রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি পর্দায় ক্রীড়াদুনিয়ার তারকাদের নিয়েও বায়োপিক হচ্ছে। সেই তালিকায় এবার  নতুন সংযোজন হল বিনোদন দুনিয়ার অন্যতম সেরা ও সফল তারকা ‘পপ সম্রাট’ মাইকেল জ্যাকসন।

‘কিং অব পপ’খ্যাত কণ্ঠশিল্পী ও নাচের জাদুকর এই তারকার জীবনী নিয়ে নির্মিত হচ্ছে ছবি ‘মাইকেল’। আগামীকাল শুরু হচ্ছে ছবিটির শুটিং। এ উপলক্ষে এবার প্রকাশ্যে এলো ছবির প্রথম ঝলক।

সাদাকালো সেই ছবিতে দূর থেকে দেখা যাচ্ছে বিশ্বনন্দিত শিল্পী মাইকেল জ্যাকসনকে; যেখানে তিনি তুলে ধরেছেন তাঁর বিখ্যাত ‘মুন ওয়াক’ নাচের মুদ্রা। সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমার প্রথম ঝলকের একটি ছবি প্রকাশ করেছেন মাইকেলের ছোট ভাইয়ের ছেলে জাফর জ্যাকসন; যিনি এ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন।

ছবিটি পরিচালনা করছেন ‘ট্রেইনিং ডে’ ও ‘দ্য ইকুয়ালাইজার’ ছবির আলোচিত নির্মাতা অ্যান্টনি ফুকুয়া। চিত্রনাট্য লিখেছেন ‘গ্ল্যাডিয়েটর’ ছবির অন্যতম চিত্রনাট্যকার জন লোগান।

আগামী বছরের ১৮ এপ্রিল মুক্তি দেওয়া হবে বলে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান লায়ন্সগেট জানিয়েছে।

আরও পড়ুন

×