ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

বাংলাদেশের তিন অভিনেতায় মুগ্ধ কালকাতার স্বস্তিকা (ভিডিও)

বাংলাদেশের তিন অভিনেতায় মুগ্ধ কালকাতার স্বস্তিকা (ভিডিও)

স্বস্তিকা মুখার্জি

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৪ | ১৫:২৪ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৪ | ১৫:৫১

২২তম ঢাকায় শুরু হওয়া ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে কলকাতা থেকে ঢাকায় এসেছেন স্বস্তিকা মুখার্জি। এই উৎসবে ২৪ জানুয়ারি সন্ধ্যা সাতটায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে দেখানো হবে তাঁর অভিনীত ছবি ‘বিজয়ার পরে’। সিনেমা প্রদর্শনীর দিনকয়েক আগে ২০ জানুয়ারি ঢাকায় পা রাখেন এই অভিনেত্রী।

রোববার উৎসবে ‘উইমেন ইন সিনেমা’ বিষয়ক একটি আলোচনায় অংশ নেন স্বস্তিকা। আলোচনা শেষে তিনি কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। এ সময় তিনি বাংলাদেশি অভিনয়শিল্পীদের প্রসঙ্গে তার ভালো লাগার কথা জানান।

স্বস্তিকা মুখার্জি বলেন, আমি বাংলাদেশের কন্টেন্ট প্রচুর দেখি। এখনকার অনেক অভিনয়শিল্পীর কাজের ভক্ত। ‘মোশাররফ করিম স্যার, চঞ্চল চৌধুরী, আফরান নিশোর কাজের খুবই ভক্ত আমি। বিশেষ করে আমি আফরান নিশোর বিরাট বড় ভক্ত। তার অভিনীত ‘সুড়ঙ্গ’ সিনেমাটি দুবার দেখেছি। এছাড়া ‘সিন্ডিকেট’, ‘কাইজার’ ওয়ব সিরিজসহ তার সব কাজ দেখেছি।

ভারতীয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিকে বাংলাদেশের ছবিতে প্রথম দেখা গিয়েছিল শাকিব খানের বিপরীতে। ২০০৮ সালে মুক্তি পাওয়া ছবিটির নাম ‘সবার উপরে তুমি’, পরিচালনা করেছিলেন এফ আই মানিক।

 

 

আরও পড়ুন

×