ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

কনকচাঁপার আত্মজীবনীর তৃতীয় খণ্ড ‘কাটাঘুড়ি ৩’

কনকচাঁপার আত্মজীবনীর তৃতীয় খণ্ড ‘কাটাঘুড়ি ৩’

সংগীতশিল্পী কনকচাঁপা

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৪ | ১৪:৫৭ | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৪ | ১৬:০২

একুশে বইমেলায় এসেছে নন্দিত সংগীতশিল্পী কনকচাঁপার নতুন বই। শিল্পীর আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম ‘কাটাঘুড়ি ৩’। এটি প্রকাশ হয়েছে অনন্যা প্রকাশনী থেকে। বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পী নিজেই।

তিনি তাঁর ফেসবুকে আত্মজীবনীমূলক গ্রন্থ প্রকাশের কথা জানিয়ে লেখেন, “প্রিয় বন্ধুরা, চার বছর পরে এবারের প্রাণের বইমেলায় আমার ধারাবাহিক আত্মজীবনীমূলক বই ‘কাটাঘুড়ি ৩’ প্রকাশিত হয়েছে অনন্যা প্রকাশনী থেকে। বইটি অনন্যার ৩২ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। ইনশাআল্লাহ, আমি আগামী ৯ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে অনন্যার স্টলে থাকব।”

কনকচাঁপা আরও লেখেন, এখানে আমার আগের বই ‘স্থবির যাযাবর’, ‘কাটাঘুড়ি, কাটাঘুড়ি ২’ও পাওয়া যাবে। আশা করি, আপনাদের বইটি ভালো লাগবে। বই প্রকাশের জন্য আমি অনন্যার কর্ণধার মনিরুল হক ভাইয়ের কাছে কৃতজ্ঞ।

২০১০ সালে কণ্ঠশিল্পী কনকচাঁপার প্রথম বই প্রকাশ পায়। এর নাম ছিল ‘স্থবির যাযাবর’। এরপর ‘মুখোমুখি যোদ্ধা’ ও ‘মেঘের ডানায় চড়ে’ শিরোনামে আরও দুটি বই প্রকাশিত হয়।

কনকচাঁপা চলচ্চিত্রের পাশাপাশি আধুনিক গান, নজরুলসংগীত, লোকগীতিসহ প্রায় সব ধরনের গান পরিবেশনে সমান পারদর্শী। তবে চলচ্চিত্রের গানের মাধ্যমে তিনি তুমুল জনপ্রিয়তা লাভ করেছেন। তিনি সেরা গায়িকা হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। বেশ কয়েক বছর ধরে গানে অনিয়মিত সংগীতশিল্পী কনকচাঁপা। একসময় চলচ্চিত্রে বেশি গান করলেও এখন প্লেব্যাকে সেভাবে পাওয়া যায় না তাঁকে। মাঝেমধ্যে নতুন গান করেন তিনি। 

গত বছর নিজের জন্মদিন উপলক্ষে নতুন গান প্রকাশ করেছেন। ‘যেখানে তোমার পৃথিবীমুখর’ শিরোনামে লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। সুর ও সংগীতায়োজন করেছেন মইনুল ইসলাম খান। স্রষ্টার প্রেমের এই গানের ভিডিওতেও দেখা গেছে কনকচাঁপাকে। 

আরও পড়ুন

×