ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

নির্বাচনে ডিপজলে সঙ্গে জোট: মিশা বললেন, শর্ট দিচ্ছি

নির্বাচনে ডিপজলে সঙ্গে জোট: মিশা বললেন, শর্ট দিচ্ছি

মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৪ | ১৭:১৮ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৪ | ১৮:৪৪

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৫ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৯ এপ্রিল (শুক্রবার) এফডিসিতে এ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিল্পী সমিতির নির্বাচন কমিশনের আপিল বোর্ডের সদস্য সামছুল আলম। ইতিমধ্যেই প্যানেল গোছানোর কাজ নিয়ে শিল্পীরা তোড়জোড় শুরু করেছেন।

এবারের নির্বাচনে জোট বেঁধেছেন ঢাকাই চলচ্চিত্রের দাপুটে দুই অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও মিশা সওদাগর। আসন্ন নির্বাচনে মিশা সওদাগর সভাপতি প্রার্থী এবং ডিপজল সাধারণ সম্পাদক প্রার্থী হয়ে প্যানেল তৈরি করবেন বলে জানা গেছে। প্যানেলে জয় চৌধুরীও থাকছেন সাংগঠনিক সম্পাদক হিসেবে।

ডিপজল গণমাধ্যমকে বলেন, আমরা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করছি। এখনও সবকিছু চূড়ান্ত হয়নি। শিগগিরই প্যানেল গুছিয়ে আমরা সংবাদ সম্মেলনের আয়োজন করব।

এদিকে বৃহস্পতিবার ফেসবুকে একটি ছবি পোস্ট করেন মিশা সওদাগর। ছবিতে দেখা গিয়েছে ডিপজল ও মিশা একে অন্যের হাত ধরে রেখেছেন। এই ছবিটি গুঞ্জন আরও উগড়ে দিয়েছে।

ক্যাপশনে মিশা লিখেছেন, ‘ভালোবাসায় জাত, কূল, ধর্ম, বর্ণ, ছোট-বড় প্রভেদ নেই। তেমনি আমাদের শিল্পীদের মধ্যেও জাত, কূল, ধর্ম, বর্ণ, ছোট-বড় প্রভেদ নেই। আমরা সবাই শিল্পী। আমাদের দায়িত্ব হচ্ছে এদেশের চলচ্চিত্রকে সমৃদ্ধ করা। আমরা হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের যোগ্যতা এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যেতে চাই। আসুন আমরা সবাই শিল্পী অঙ্গনকে বসন্তময় করে তুলবো।’

এ বিষয়ে মোবাইলে মিশা সওদাগরের সঙ্গে যোগাযোগ করা ওপার প্রান্ত থেকে বলা হয়, শুটিং সেটে আছি। শর্ট দিচ্ছি। 

শিল্পী সমিতির বর্তমান কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন ডিপজল। এর আগে, তিনি সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে টানা দুইবার সভাপতি নির্বাচিত হয়েছিলেন মিশা সওদাগর। গত নির্বাচনেও তিনি প্রার্থী হয়েছিলেন। তবে ভোটের মাঠে হেরে যান তিনি।

আরও পড়ুন

×