ছিল প্রেমের গুঞ্জন, সেই বিজয়ে আপত্তি নেই রাশমিকার

রাশমিকা মান্দানা। ছবি: সংগৃহীত
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৫ মার্চ ২০২৪ | ১৪:০৪ | আপডেট: ০৫ মার্চ ২০২৪ | ১৪:০৯
তরুণ প্রজন্মের অন্যতম ক্রাশ হিসেবে পরিচিতঅভিনেত্রী রাশমিকা মান্দানা। ‘গীত গোবিন্দম’ এবং ‘ডিয়ার কমরেড’ নামেদক্ষিণী দুটি ছবিতে বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে অভিনয় করে ব্যাপক আলোচনায় এসেছিলেন। এ জুটিকে পছন্দও করেছিলেন দর্শক। পরে সত্যিই সম্পর্কে জড়িয়েছেন বলে গুঞ্জনও ওঠে।কিন্তু সে গুঞ্জনকে পাত্তা না দিয়েরাশমিকা-বিজয় দু’জনেই স্পষ্ট করে জানিয়েছেন– তারা শুধুই বন্ধু। এর বাইরে কিছু নয়।
সম্পর্কের বিষয়ে খোলাসা করলেও দুই ছবির পর তাদের আর একসঙ্গে পর্দায় দেখা যায়নি।অথচ তাদের সম্পর্ক থাকুকবা না থাকুক, রাশমিকা-বিজয়কে একসঙ্গে পর্দায় দেখতে চান অনেকেই। অনুরাগীরা এমন মন্তব্য করে আসছিলেন দীর্ঘদিন ধরেই। এরই ধারাবাহিকতায় এবার ভক্তদের খুশির খবর দিলেন রাশমিকা।
এক সাক্ষাৎকারে জানিয়েছেন, পর্দায় বিজয়ের সঙ্গে তার বোঝাপড়া ভালো। তাই আবার তারা একসঙ্গে অভিনয়ের কথা ভাবছেন। দু’জনেই নাকি ভালো স্ক্রিপ্টের খোঁজে রয়েছেন।
রাশমিকা বলেন, ‘আমরা বহুদিন পর্দায় আসিনি একসঙ্গে। দর্শক অপেক্ষা করে আছেন আমাদের একসঙ্গে দেখার জন্য। আমরা দু’জনেই চাই আবার পর্দায় ফিরতে। কিন্তু তেমন সুযোগ হচ্ছে না। তবে চেষ্টা করছি।’
এদিকেদ্য অ্যানিমে অ্যাওয়ার্ডসে অংশ নিতে জাপানে গেছেন রাশমিকা। সম্প্রতি কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে জাপানের মানুষের প্রতি মুগ্ধতার কথা জানিয়েছেন এঅভিনেত্রী।
তিনি লিখেছেন, ‘জাপানে আসতে পারাটা আমার কাছে স্বপ্ন ছিল। শৈশবে কখনও ভাবিনিএটি সম্ভবপর হবে। অ্যানিমেদুনিয়ার নির্মাতাদের পুরস্কারের আয়োজনে যোগ দিতে এসে আমার স্বপ্ন পূরণ হয়েছে। অনেকের সঙ্গে দেখা হয়েছে, অফুরান ভালোবাসা পাচ্ছি।’
- বিষয় :
- রাশমিকা মন্দানা