অর্ধশতাধিক শিল্পীর সম্মিলনে শেষ হলো দুইদিনের নজরুল উৎসব

উৎসবে ওয়ার্দা রিহাবের নাচের পরিবেশনা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০ মার্চ ২০২৪ | ১১:৫৯ | আপডেট: ১০ মার্চ ২০২৪ | ১২:১৩
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃজনকর্মের চর্চাকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়া, তাঁর সংগীতের আদি সুর ও বাণী নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ঢাকায় গুলশান সোসাইটি লেকপার্কে গত শুক্রবার শুরু হয় তৃতীয় ‘নজরুল উৎসব’।
দুই দিনের এ উৎসব শেষ হয় শনিবার। বিকেল ৫টায় সমাপনী আয়োজনে গান পরিবেশন করেন খায়রুল আনাম শাকিল, নাশিদ কামাল, ফেরদৌস আরা, রাঘব চট্টোপাধ্যায়, পণ্ডিত তুষার দত্ত, পায়েল করসহ দুই বাংলার প্রখ্যাত শিল্পীরা। ছিল ওয়ার্দা রিহাবের নাচের আয়োজনও। বাংলাদেশ ও ভারতের অর্ধশতাধিক শিল্পীর সম্মিলন ঘটে সংগীতজ্ঞ সুধীন দাসকে উৎসর্গ করা এই সংগীত আসরে।
উৎসবে শুদ্ধ সুর ও বাণীতে গীত নজরুলের ১২৫টি গান উন্মুক্ত করা হয় ইউটিউবে।পেশাদারি যন্ত্র-অনুষঙ্গসহ রেকর্ড করা গানগুলোতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ছাড়াও উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়ায় বসবাসকারী শিল্পীরা। যৌথভাবে উৎসবটির আয়োজন করেছিল নজরুল সংগীত সংস্থা, গুলশান সোসাইটি ও ঢাকার ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র (আইজিসিসি)।
- বিষয় :
- নজরুল উৎসব