ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

‘আপাতত কিছু বলতে পারছি না, শুধু বলব আমাদের অপূরণীয় ক্ষতি’

‘আপাতত কিছু বলতে পারছি না, শুধু বলব আমাদের অপূরণীয় ক্ষতি’

ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৪ | ১৪:৪০

রবীন্দ্রনাথের গানের বাণী সাদি মহম্মদের অসামান্য গায়কিতে অনবদ্য হয়ে শ্রোতার হৃদয় পূর্ণ করেছে দশকের পর দশক। প্রায় পাঁচ দশক রবীন্দ্রসংগীত গেয়ে অনন্তে যাত্রা করেছেন শিল্পী সাদি মহম্মদ।

বুধবার স্বেচ্ছামৃত্যুর পথ বেছে নিলেন। গত বছরের ৮ জুলাই মা বেগম জেবুন্নেসা সলিমুল্লাহকে হারিয়েছেন এই  কিংবদন্তি। মা হারানোর বছর পেরোতে না পেরোতেই নিজেও অনন্তের পথে যাত্রা করলেন। 

সাদির এমন মৃত্যুর খবর পেয়েই তার বাসায় ছুটে যান আরেক বরেণ্য রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। সাদির মৃত্যুর খবরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই গুণী বলেন , পাঁচ দিন শান্তিনিকেতনে থেকে সবে ঢাকায় ফিরেছি। ফিরেই এমন খবর শুনব, তা ভাবিনি। খবরটি শুনেই তার বাসায় ছুটে গিয়েছি। তাকে নিয়ে আপাতত কিছু বলতে পারছি না। শুধু বলব, আমাদের অপূরণীয় ক্ষতি। যে ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব নয়। 

আরও পড়ুন

×