ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

প্রাক্তন স্ত্রীকে পাশে রেখেই আমির খানের জন্মদিন পালন

প্রাক্তন স্ত্রীকে পাশে রেখেই আমির খানের জন্মদিন পালন

জন্মদিনে কিরণ রাওয়েম মুখে কেক তুলে দেন আমির

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৪ | ১৯:৪৬

দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে আইনত বিচ্ছেদ হলেও বন্ধুত্ব বজায় রেখেছেন আমির খান। বৃহস্পতিবার (১৪ মার্চ) ৫৯ বছরে পা দিলেন আমি। এবার জন্মদিনে প্রথম স্ত্রী নয় বরং প্রাক্তন ‍(দ্বিতীয়) স্ত্রীকে পাশে রাখলেন মিস্টার পারফেকশনিস্ট। আমিরের জন্মদিনের সেই ভিডিও এখন নেটপাড়ায় ভাইরাল।

জন্মদিনের সকালেও আমির খানের সাজগোজে কোনও আতিশয্য নেই। পরনে কালো টি-শার্ট আর ডেনিম জিন্স। একেবারে ক্যাজুয়াল লুকেই ধরা দিলেন বলিউড সুপারস্টার। কেক কেটে কিরণ রাওকে খাইয়ে দিলেন। সকলের সঙ্গে হাসিমুখে কুশল বিনিময় করতেও দেখা গেল আমিরকে। ফটোশিকারিরাও শুভেচ্ছায় ভরিয়ে দিলেন ‘বার্থডে বয়’কে।

সম্পর্কের বিচ্ছেদ সব সময়ই বিরহের। যা কিনা পরবর্তীতে তিক্ততায় গড়ায়। তবে আমির খান কিন্তু এই বিষয়ে একেবারে ব্যতিক্রমী। বিচ্ছেদের এতদিন পরও প্রাক্তন স্ত্রীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন। 

শুধু তাই নয়, তাদের ২ জনকে মাঝে মধ্যেই একসঙ্গে দেখাও যায়। বিচ্ছেদেও তিক্ততা নেই। এইতো চলতি বছরের শুরুতে মেয়ে ইরা খানের বিয়েতেও বিগ ফ্যাট হ্যাপি ফ্যামিলি হিসেবে ধরা দিয়েছিলেন আমির খান, রিনা দত্ত, কিরণ রাও ও তাদের সন্তানরা।

আরও পড়ুন

×