জাতীয় শিশু দিবসের টিভি আয়োজন

ছবি: সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৭ মার্চ ২০২৪ | ১১:২১ | আপডেট: ১৭ মার্চ ২০২৪ | ১১:৩৮
জাতীয় শিশু দিবস আজ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ১৭ মার্চকে প্রতি বছর রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় শিশু দিবস হিসেবে উদযাপন করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে আনব হাসি সবার ঘরে’। সারা দেশে এবারও শিশুদের নিয়ে বিভিন্ন আয়োজনের মাধ্যমে দিবসটি উদযাপন করা হবে। দেশের অনেক টিভি চ্যানেলেও শিশু দিবস উপলক্ষে রেখেছে বাড়তি আয়োজন।
চেতনায় মুজিব
‘চেতনায় মুজিব’ নাটকের দৃশ্যে শহীদুজ্জামান সেলিম।বৈশাখী টিভিতে আজ রাত ১০টায় প্রচার হবে এটি। টিপু আলম মিলনের লেখা নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আকাশ রঞ্জন। নাটকে আরও রয়েছেন তন্ময় সোহেল, আশরাফ কবির, আকাশ রঞ্জন, অনামিকা, শরীফ প্রমুখ। বঙ্গবন্ধুর মতোই দেশপ্রেমিক হয়ে দেশ ও মানুষের জন্য কাজ করলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় রূপান্তরিত হবে দেশ।নাটকের মাধ্যমে সে বিষয়টিই তুলে ধরেছেন নির্মাতা।
মহায়নক
‘মহানায়ক’ নাটকের দৃশ্যে তারিক আনাম খান। আরটিভিতে আজ রাত ৮টায় প্রচার হবে এটি। নাটকটি রচনা ও পরিচালনায় সুমন আনোয়ার। অভিনয়ে আরও রয়েছেন সজল নূর, সালহা খানম সাদিয়া প্রমুখ। নাটকটিতে বঙ্গবন্ধুর দেশপ্রেম ফুটে উঠেছে।
বঙ্গবন্ধু তোমার ও নাম
আজ ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৫তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস। এ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে [বিটিভি] প্রচার হবে ‘বঙ্গবন্ধু তোমার ও নাম’ ভিডিওচিত্র। এতে অংশগ্রহণ করেছেন ১০৫ কণ্ঠশিল্পী। এটি লিখেছেন কবি আখতার হুসেন, সুর করেছেন শাহীন সরদার। সাংগঠনিকভাবে বুলবুল একাডেমি অব ফাইন আর্টস (বাফা), সারগাম ললিতকলা একাডেমি, জাগরণ সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্র,ভিন্নধারা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন,মহিরুহ সাংস্কৃতিক সংগঠন, নির্ঝরিণী একাডেমি, স্বপ্নকুঁড়ি, গীতাঞ্জলি, নিবেদন, গীতিশতদল, রবিরশ্মি,সংগীতভবন, লোকাঙ্গন ও উঠোনের শিল্পীরা সমবেত কণ্ঠে গানটি পরিবেশন করেছেন।দিনব্যাপী গানটি বিভিন্ন অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে প্রচার হবে বলে জানিয়েছেন প্রযোজক আবু তৌহিদ।
- বিষয় :
- জাতীয় শিশু দিবস
- টিভি আয়োজন