সালমানের ভাই আরবাজ বললেন, গুজবে কান দেবেন না

সালমান খান ও আরবাজ খান
সমকাল ডেস্ক
প্রকাশ: ২০ মার্চ ২০২৪ | ১৫:০০
বলিউডের জনপ্রিয় সিনেমা ফ্র্যাঞ্চাইজি ‘দাবাং’। সালমান খান অভিনীত এ সিনেমার সর্বশেষ পার্ট ‘দাবাং থ্রি’ ২০১৯ সালে মুক্তি পায়। মুক্তির পর আশানুরূপ বক্স অফিস মাতাতে না পারলেও হতাশ করেননি দর্শকদের। এরপর সবার একটাই প্রশ্ন ছিল, ‘দাবাং ৪’ কবে আসবে? এবার উত্তর দিলেন আরবাজ খান।
শোনা যাচ্ছে ‘দাবাং ৪’ নিয়ে অ্যাটলি কুমারের সঙ্গে নাকি দেখা করতে গিয়েছিলেন আরবাজ খান এবং তার ভাই চুলবুল পাণ্ডে ওরফে সালমান খান। অ্যাটলি নাকি পরিচালনা করবেন ‘দাবাং ৪’।
আরবাজ খান, ‘আমি ও সালমান খান পরিচালক অ্যাটলি কুমারের সঙ্গে দেখা করেছি এ খবর পুরোপুরি সত্য নয়। মিটিং করা তো দূরের কথা, জীবনে কখনো অ্যাটলির সঙ্গে দেখা করিনি। যতক্ষণ আমাদের মুখ থেকে না শুনবেন ততক্ষণ এসব গুজবে কান দেবেন না।’
এরপর আরবাজ জানান, তিনি এবং সালমান খান মুখিয়ে আছেন ‘দাবাং ৪’ সিনেমাটিকে নিয়ে। তারাও এটিকে বড় পর্দায় নিয়ে আসতে চান। কিন্তু এখনও সেটার সঠিক সময় হয়নি। সেটা যখন হবে তখনই আসবে ‘দাবাং ৪’।
সালমান খানকে আগামীতে ‘টাইগার ভার্সেস পাঠান’সহ এআর মুরুগাদোসের সিনেমাতে দেখা যাবে। এটি প্রযোজনা করবেন সাজিদ নাদিয়াওয়ালা। সেই সিনেমাটি ২০২৫ সালের ঈদে মুক্তি পাবে।
- বিষয় :
- সালমান খান
- আরবাজ খান
- বলিউড