নির্বাচনে টিকিট পেলেন কঙ্গনা, লড়বেন কোন আসন থেকে?

কঙ্গনা রনৌত
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৪ | ১৪:১৭ | আপডেট: ২৫ মার্চ ২০২৪ | ১৪:৪৪
আসন্ন ভারতের লোকসভা নির্বাচনের তারিখ যতই ঘনিয়ে আসছে, ততই যেন চমক নিয়ে হাজির হচ্ছে দলগুলো। বরাবরের মতো সক্রিয় রাজনীতিবিদদের পাশাপাশি তারকাদের মধ্যেও অনেকে প্রার্থী হচ্ছেন। মোদিভক্ত হিসেবে পরিচিত বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌতের এবার পুরস্কার দিল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
লোকসভা নির্বাচনে বিজেপি প্রকাশিত প্রার্থীদের পঞ্চম তালিকায় নাম রয়েছে তার। তিনি হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে লড়বেন।
দল থেকে ডাক পেয়ে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেছেন সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন, ‘প্রিয় ভারত ও ভারতীয় জনতার নিজস্ব দল বিজেপির জন্য বরাবরই আমার সমর্থন ছিল। আজ (২৪ মার্চ) দল থেকে আমাকে লোকসভা নির্বাচনে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে, আমার জন্মস্থান হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে। আমি দলের উচ্চ পর্যায়ের আদেশ মেনে নির্বাচন করবো। আনুষ্ঠানিকভাবে দলে যোগ দিতে পেরে আমি গর্বিত। আশা করছি দলের একজন দায়িত্বশীল কর্মী হিসেবে মানুষের সেবা করতে পারবো।’
যেহেতু নির্বাচন ঘনিয়ে এসেছে, ফলে এই মুহূর্তে সিনেমা সংশ্লিষ্ট কাজে আর সময় দিতে পারবেন না কঙ্গনা। তার অভিনীত নতুন ছবি ‘ইমারজেন্সি’ মুক্তি পাবে ১৪ জুন। এতে তিনি ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করেছেন। এছাড়া ছবিটি কঙ্গনা নিজেই পরিচালনা করেছেন। ছবিতে আরও রয়েছেন অনুপম খের, শ্রেয়াস তালপাড়ে, মাহিমা চৌধুরী, মিলিন্দ সোমন প্রমুখ।
- বিষয় :
- কঙ্গনা রানৌত
- বলিউড