ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ওজন কমিয়েই ফিরলেন তাসনুভা তিশা

ওজন কমিয়েই ফিরলেন তাসনুভা তিশা

তাসনুভা তিশা

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৪ | ১৪:৪০ | আপডেট: ২৮ মার্চ ২০২৪ | ১৬:০৯

দীর্ঘ বিরতির পর শুটিংয়ে ফিরেছেন ছোট পর্দার অভিনেত্রী তাসনুভা তিশা। মা হওয়ার পর হঠাৎই অভিনয় থেকে দূরে চলে যান তিনি। সম্প্রতি একটি ওয়েব সিরিজের শুটিং শুরু করেছেন। এ ছাড়া বেশকিছু ঈদ নাটকে দেখা যাবে তাঁকে।

তাসনুভা তিশা বলেন, ‘অনেক দিন পর কাজে ফিরেছি। শুটিং সেটে সহকর্মীদের কাছে পেয়ে বেশ ভালোই লাগছে। অভিনয়ে দীর্ঘ গ্যাপ ছিল, তাই নতুন করে আবার প্রস্তুতি নিতে হয়েছে। ওজন কমিয়েছি। এই সময়ে অনেক নির্মাতা আমাকে ফোন করে কাজের প্রস্তাব দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘এখন থেকে নিয়মিত কাজ করার ইচ্ছা আছে। অনেক নির্মাতাই জানেন না যে কাজ শুরু করেছি। এখন জেনেছেন কেউ কেউ। আশা করছি ঈদের পর পুরোদমে কাজের ব্যস্ততা শুরু হবে।’

ওয়েব সিরিজ ছাড়াও তিশা জিয়াউদ্দিন আলমের ‘জীবন সংসার’ নামে একটি ঈদ নাটকে অভিনয় করেছেন।

আরও পড়ুন

×