ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মায়ায় ভাসাতে বললেন সাইমন, একাধিক ছবি চান না রোশান

মায়ায় ভাসাতে বললেন সাইমন, একাধিক ছবি চান না রোশান

জিয়াউল রোশান ও সাইমন সাদিক

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৪ | ১৫:০৮ | আপডেট: ০১ এপ্রিল ২০২৪ | ১৫:২৩

প্রতি বছর প্রায় ডজন খানেক সিনেমা আলোচনায় থাকলেও মুক্তি পেত ৪-৫ সিনেমা। কিন্তু এবার পুরোপুরি ব্যতিক্রম। প্রায় ১৪টি ছবি আছে মুক্তি পাবে ১২টি সিনেমা। তার মধ্যে অন্যতম ‘মায়া : দ্য লাভ’। সেখানে  জুটি হয়ে অভিনয় করেছেন সাইমন সাদিক, বুবলী ও জিয়াউল রোশান।

ত্রিভূজ প্রেমের গল্পে ‘মায়া : দ্য লাভ’ নির্মাণ করেছেন জসিম উদ্দিন জাকির। মুক্তি সামনে রেখে এরই মধ্যে সিনেমাটির প্রচারণা শুরু হয়েছে। গানের পর এলো সিনেমাটির ট্রেলার। রবিবার (৩১ মার্চ) ট্রেলারটি প্রকাশের পর কথা হয়ে দুই নায়কের সঙ্গে।

মুক্তি প্রতীক্ষিত ঈদের সব সিনেমার জন্য শুভকামনা জানিয়ে সাইমন সাদিক বলেন, ‘সিনেমাটি শুটিং শুরুর পর থেকে আলোচনা চলছিলো ঈদে মুক্তি দেওয়ার। ঠিক তাই হচ্ছে। তবে এবার ঈদে যতগুলো সিনেমা মুক্তি পেতে যাচ্ছে সব সিনেমার জন্য আমার মায়া এবং ভালোবাসা। সবাইকে অনুরোধ করব প্রেক্ষাগৃহে গিয়ে আমাদের সিনেমাটি দেখুন। আপনারা আমাদের মায়ায় ভাসাবেন, মায়ায় জড়াবেন।’

গেলো দুই বছরে রোমান্টিক সিনেমার চেয়ে অ্যাকশনধর্মী ছবিতে বেশি কাজ করেছেন রোশান। সেই জায়গা থেকে তার কিছুটা পরিবর্তন।

রোশান জানালেন, ‘এ পর্যন্ত যতগুলো সিনেমাতে কাজ করেছি সবগুলোই অ্যাকশন ঘরানার। কিন্তু এটি পুরোপুরি প্রেমের। একটা পর্যায়ে ট্র্যাজেডিতে রূপ নেয় সেই প্রেম। বলা যায়, আমার জীবনে এটি একটি ভিন্নতা যোগ করবে।’

নিজের সিনেমার প্রচারণা অনুষ্ঠানে গিয়ে স্বস্তির পাশাপাশি কিছুটা অক্ষেপ প্রকাশও করলেন রোশান। এক ঈদে একসঙ্গে এতোগুলো ছবি মুক্তি দেওয়ার পক্ষে না তিনি।

রোশানের কথায়, ‘আমার মনে হয়, এক ঈদে একজন মানুষের সবোর্চ ৪টি সিনেমা দেখা সম্ভব। সেখানে সিনেমা মুক্তি পাচ্ছে ১২টি। এই ১২টি ছবির মধ্যে আমারও ২ ছবি আছে। যা আমি চাইনি। অনেকেই ঈর্ষা বা জোর করে সিনেমা মুক্তি দিচ্ছে যা আমাদের ইন্ডাস্ট্রির জন্য খারাপ। ফলে একজন প্রযোজক তার লঘ্বি উঠিয়ে আনতে পারবে না। দিন শেষে ক্ষতিটা আমাদেরই।’ 

‘মায়া’ সিনেমার বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, কাজী হায়াৎ, বড়দা মিঠু, রেবেকা রউফ, চিকন আলী, রাশেদা চৌধুরী, শম্পা নিজাম, সোহেল রশিদ, শিবলী, অরিন, বাদল, ববি, জ্যাকি আলমগীর, সীমান্ত, ইভা, আকলিমা আঁখি প্রমুখ।

আরও পড়ুন

×