ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে পাখি, সেই পাখি দিয়ে ‘কাজলরেখা’র পোস্টার

সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে পাখি, সেই পাখি দিয়ে ‘কাজলরেখা’র পোস্টার

ছবি: সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৪ | ১৪:১৯ | আপডেট: ০২ এপ্রিল ২০২৪ | ১৭:৫৩

দেশীয় সিনেমার পোস্টার নিয়ে আলোচনার চেয়ে সমালোচনাই বেশি হয়েছে। কারণ অনেক সময়ই উঠেছে বলিউড, হলিউড ও দক্ষিণী সিনেমা থেকে নকলের অভিযোগ। তবে সেই সময়টা গেল কয়েক বছর হল আর নেই বললেই চলে। বরং মাঝে এসেছে হাতে আঁকা পোস্টার, মাটি দিয়ে বানানো পোস্টারসহ ব্যতিক্রমী কিছু কাজের নজির। যা রীতিমত প্রশংসা কুড়িয়েছে। এবার সামনে এল আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘কাজলরেখা’ সিনেমার ব্যতিক্রমী পোস্টার। যার মূল সাবজেক্ট পাখি।

মঙ্গলবার দুপুরে ‘কাজলরেখা’ সিনেমার শৈল্পিক পোস্টার প্রকাশ করা হয়েছে। খাঁটি বাংলার প্রকৃতিকে ধারণ করেই যেন এই পোস্টারটি নির্মাণ করা হয়েছে। পোস্টারে দেখা যাচ্ছে, ‘একটি বৃত্তাকার। তার ভেতরে ডালে বসে আছে একটি পাখি।’ শুধু একুটুই। সাধারণ এই পোস্টারটি যেন গ্রাম, বাংলা, প্রকৃতি, ইতিহাস-ঐতিহ্য এবং বাঙ্গালিয়ানাকে ধারণ করেছে।

নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম বললেন, ‘এটার নাম শুখপাখি। মানে যে পাখি পোষ মানানো হয়। পাখিটি কাজলরেখা সিনেমার একটি বড় চরিত্র। সিনেমায় যে পাখি মানুষের নিয়তি বলে দেয়। আর সে যা বলে দেয় তাই ঘটে। মানে পাখিটি ভবিষ্যত বলে দেয় মানুষের। সিনেমাটি তার চরিত্রটি দর্শকদের মুগ্ধ করব। আমরা তাই অফিসিয়াল পোস্টারে পাখিকে ঘিরেই করেছি।

পোস্টারটি প্রকাশ্যে আসার পর বিভিন্ন মহল থেকে প্রশংসা কুড়াচ্ছে। অনেকেই বলছেন; বেশিরভাগ সময় দেশের সিনেমা সংশ্লিষ্টরা বলিউড ও দক্ষিণী সিনেমার অনুসরণ করে। সেখানে পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের শৈল্পিক এ পোস্টার নির্বাচনও প্রসংশার দাবিদার।

ষোলো শত শতকের ময়মনসিংহ গীতিকা ‘কাজল রেখা’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। কাজল রেখার প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ ও মন্দিরা চক্রবর্তী। বিভিন্ন চরিত্রে রয়েছেন রাফিয়াত রশিদ মিথিলা, ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, খায়রুল বাশার, সাদিয়া আয়মানসহ অনেকে। এ সিনেমায় কংকন দাসী চরিত্রে অভিনয় করছেন মিথিলা আর সুচ কুমার চরিত্রে শরিফুল রাজ।

সরকারি অনুদানের এ সিনেমাটি বাংলাদেশের পাশাপাশি কানাডা, আমেরিকাসহ বিভিন্ন দেশে মুক্তি পাবে।

আরও পড়ুন

×