ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

এক নজরে ১০ ছবির ট্রেলার, রইল বাকি ‘রাজকুমার’

এক নজরে ১০ ছবির ট্রেলার, রইল বাকি ‘রাজকুমার’

ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৪ | ১৯:৫৭ | আপডেট: ১১ এপ্রিল ২০২৪ | ০৫:৫০

ঈদ এলেই সিনেমা মুক্তির প্রতিযোগিতা তৈরি হয়। এবার মুক্তির তালিকায় ছিল ১৩টি সিনেমা। দেশে হলের সংখ্যা কম থাকায় এত সিনেমা কোথায় চলবে তা নিয়ে সবার মনে ছিল প্রশ্ন। তবে মুক্তির সিদ্ধান্তে অনড় ছিলেন নির্মাতা-প্রযোজকেরা। এরই মধ্যে দুই সিনেমা কমে যাওয়ায় সিনেমার সংখ্যা দাড়িয়েছে ১১টিতে। সব শেষে।

মুক্তির তালিকায় যোগ হওয়া সিনেমাগুলো হল- ‘রাজকুমার’, ‘দেয়ালের দেশ’, ‘ওমর’, ‘কাজলরেখা’, ‘জ্বীন ২’, ‘আহারে জীবন’, ‘লিপস্টিক’, ‘সোনার চর’, ‘গ্রিন কার্ড’, ‘মায়া দ্য লাভ’ ও ‘মেঘনা কন্যা’। এসব সিনেমার ট্রেলার আগেই এসেছিল। বাকি ছিল শুধু ‘শাকিব খানের ‘রাজকুমরা’। আগের ঈদে ‘প্রিয়তমা’ ছবির মতোই ট্রেলার ছাড়াই মুক্তি পেতে যাচ্ছে ‘রাজকুমার’। চলুন এক নজরে দেখে নেওয়া যাক বাকি সবগুলো সিনেমার ট্রেলার।


 

 

আরও পড়ুন

×