ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

অন্য রকম এক প্রেমের গল্প

অন্য রকম এক প্রেমের গল্প

‘দো অউর দো পেয়ার' ছবির একটি দৃশ্য।

মীর সামী

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৪ | ১২:৫০ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৪ | ১৪:০৫

মাতৃত্ব যতটা আনন্দ আর প্রশান্তির, ততটাই যেন সংগ্রামের। সন্তান ধারণের পর থেকে তাকে বড় করে তোলা পর্যন্ত একজন মায়ের দিনরাত এক করে লেগে থাকতে হয়। এই দীর্ঘ জার্নিতে মানসিকবিপর্যয়ের মধ্যেও পড়েন নারীরা। ব্যতিক্রম নন অভিনেত্রী ইলিয়ানাডি’ ক্রুজও। গত বছরের আগস্টে মা হয়েছেন বলিউডের এই অভিনেত্রী। তারও আগে থেকেই তিনি কাজ থেকে রয়েছেন দূরে।

কিছুদিন আগে সামাজিকযোগাযোগ মাধ্যমে নিজের অবসাদের কথা ভাগ করে নিয়েছিলেন ইলিয়ানা। সেখানে ইলিয়ানার ভাষ্য ছিল– ‘বহুদিন পরনিজের কোনো ছবি তুলেছি কিংবা পোস্ট করেছি। একজন পুরোদস্তুর মা হওয়া এবং ঘর সামলাতে গিয়ে আমি নিজের জন্য কোনো সময় খুঁজে পাই না। সত্যি বলতেদিনগুলো খুব কঠিন। অভিযোগ করছি না, কারণ আমার জীবনে সবচেয়ে সুন্দর প্রাপ্তি এই সন্তান। তবে আমরা আসলে প্রসবোত্তর বিষণ্নতার বিষয়ে খুব একটা কথা বলি না। এটি খুবই বাস্তব এবং ব্যতিক্রমী এক অনুভূতি।’

এরপর অভিনেত্রী জানান, নিজের জন্য সময় বের করতে না পারলেও খুব তাড়াতাড়ি বড় পর্দায় ফিরবেন তিনি। এবার সেই অপেক্ষা অবসানের পালা। আগামীকাল মুক্তি পাচ্ছে ইলিয়ানা অভিনীত নতুন সিনেমা ‘দো অউর দো পেয়ার’। দীর্ঘ বিরতির পর আবারও পর্দায় ফিরতে পেরে দারুণ উচ্ছ্বসিত ইলিয়ানা। নিজের নতুন সিনেমানিয়ে ভারতীয় গণমাধ্যমে ইলিয়ানা বলেছেন, ‘ভালোবাসা অপ্রত্যাশিত হতে পারে, তবে এটি সম্পূর্ণরূপে নেশাজনক! দো অউর দো পেয়ারঅন্যরকম ভালোবাসার গল্পে নির্মিত।’

‘দো অউর দো পেয়ার’ সিনেমায় ইলিয়ানার সহশিল্পী বিদ্যা বালান, প্রতীক গান্ধী ও সেনধিল রামমূর্তি। এ সিনেমার মাধ্যমে অনেক বছরের বিরতিভেঙে আবারও রোমান্টিক কমেডিসিনেমায় ফিরলেন বিদ্যা বালান। সিনেমায় তাঁর নায়ক প্রতীক গান্ধী। নতুনএসিনেমা প্রসঙ্গে বিদ্যা বলেছেন, ‘প্রায় ১০ বছর বাদে রোমান্টিক ধারার ছবিতে ফিরলাম। দর্শক হিসেবে আমার নিজেরও মারপিট আর হিংসাত্মক ধারার ছবি দেখে দেখে একঘেয়েমি এসে গিয়েছিল। তাই আমি চেয়েছিলাম একটি হালকা রোমান্টিক কমেডি ছবি করতে। কিছুদিন আমি এমনই একটু হালকা ধরনের ছবি করতে চাই।’

‘দো অউর দো পেয়ার’ সিনেমার গল্প বিয়েবহির্ভূত সম্পর্ক নিয়ে। এ প্রসঙ্গে বিদ্যা বলেন, ‘বিয়ের বাইরেও প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে। [হেসে] আমি যদি বিষয়টিকে একটি খাবারের সঙ্গে তুলনা করি, তাহলে বলব, রোজ রোজ ডালভাত খেয়ে আমাদের একঘেয়েমি চলে আসে। তাই আমরা হাক্কা নুডলসের দিকে ঝুঁকি। কিন্তু একটা সময় আসে, যখন আমরা খাঁটি ডালভাতের মর্ম বুঝি। আর আমাদের ছবিতে শুধু বিয়েবহির্ভূত সম্পর্ক দেখানো হয়নি; এর বাইরের বিষয়ও আছে।’

ছবিতে বিদ্যাকে একজন ব্রাহ্মণ পরিবারের মেয়ে পলঘট আয়ারের ভূমিকায় দেখা যাবে। যে ভারতের উটি শহরে বেড়ে উঠেছে, প্রচণ্ড একগুঁয়ে স্বভাবের মেয়ে। স্বামীকে খুব ভালোবাসে, কিন্তু পরিস্থিতি এমন হয় যে বিবাহিত সম্পর্কেরবাইরে গিয়ে ভালোবাসা খোঁজে। এভাবেই বিয়েবহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিন আগে মুক্তি পেয়েছে শিরশা গুহ ঠাকুরতা পরিচালিতসিনেমাটির ট্রেইলার। যার শুরুতেই প্রতীক গান্ধী ও বিদ্যার মধ্যে উত্তপ্ত লড়াই হতে দেখা যায়। এরপর ইলিয়ানা ডি ক্রুজ ও সেনধিল রামমূর্তির চরিত্রের সঙ্গে পরিচয় হয়। তারাও নিজেদের সম্পর্ক নিয়ে খুশি নয়। এরপর আবার দুই জুটিকে কাছাকাছি আসতে দেখা যায়। শেষমেশ চারজনের সম্পর্ক কোনদিকে মোড় নেবে তা জানতে সিনেমাটি দেখতে হবে। আগামীকাল সিনেমাটি মুক্তি পাচ্ছে।
 

আরও পড়ুন

×