ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

কথা-কণ্ঠে-সুর কিংবা সংগীতে লাকী আখান্দের সেরা ১০ গান

কথা-কণ্ঠে-সুর কিংবা সংগীতে লাকী আখান্দের সেরা ১০ গান

লাকী আখান্দ

সমকাল ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৪ | ১৭:৫৪ | আপডেট: ২১ এপ্রিল ২০২৪ | ১৮:০০

বাংলাদেশের অন্যতম সেরা সুরকার, সংগীত পরিচালক ও গায়ক লাকী আখান্দ। এছাড়া সুর ও সংগীতায়োজনের নান্দনিক ও বৈচিত্র্যময় উপস্থাপনে তিনি কিংবদন্তি। সফট-মেলোডি, মেলো-রক, হার্ড-রক যে ধরণের গানেই হাত দিয়েছেন সেটাই হয়ে উঠেছে অতুলনীয়। তার সৃষ্টি মূর্ত হয়ে আছে লাকী আখান্দ (১৯৮৪) পরিচয় কবে হবে (১৯৯৮), বিতৃষ্ণা জীবনে আমার (১৯৯৮), আনন্দ চোখ (১৯৯৯), আমায় ডেকোনা (১৯৯৯), দেখা হবে বন্ধু (১৯৯৯)

তার নিজের কণ্ঠে গাওয়ার পাশাপাশি তার সুরে হৃদয় চেরা গান করেছেন কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী,  জেমস, হাসান প্রমুখ। আজ তার চলে যাওয়ার দিন আজ। ২০১৭ সালের ২১ এপ্রিল চির বিদায় নিয়ে চলে যান তিনি।  তাকে হারানোর দিনে তার  ১০টি গান তুল ধরা হলো। 

১. আগে যদি জানতাম

কথা : লাকী আখান্দ্  ও ফেরদৌস ওয়াহিদ

শিল্পী : ফেরদৌস ওয়াহিদ

https://youtu.be/5oOamw443ns?t=10

২. আমায় ডেকোনা

কথা : কাওসার আহমেদ চৌধুরী

শিল্পী : লাকী আখান্দ

৩. এই নীল মনিহার

কথা : এস এম হেদায়েত

শিল্পী : লাকী আখান্দ

https://youtu.be/CNz2yN9jsmU?t=4

৪. আবার এলো যে সন্ধ্যা

কথা : এস এম হেদায়েত

শিল্পী : হ্যাপী আখান্দ

https://youtu.be/piL39N9hJWM?t=55

৫.  কবিতা পড়ার প্রহর এসেছে

কথা : কাওসার আহমেদ চৌধুরী

শিল্পী : সামিনা চৌধুরী

৬. কে বাঁশি বাজায় রে

কথা : এস এম হেদায়েত

শিল্পী : আফরোজা মামুন

https://youtu.be/MVnG-3y7z4k?t=84

৭.  লিখতে পারি না কোনো গান

কথা : লাকী আখান্দ ও গোলাম মোর্শেদ

শিল্পী : জেমস

৮. মা মুনিয়া 

কথা : লাকী আখন্দ্ ও ফেরদৌস ওয়াহিদ

শিল্পী : ফেরদৌস ওয়াহিদ

https://youtu.be/mQaAZGw6l28?t=33

৯. আজ এই বৃষ্টির কান্না দেখে

কথা : কাওসার আহমেদ চৌধুরী

শিল্পী : নিয়াজ মোহাম্মদ চৌধুরী

১০. যেখানে সীমান্ত তোমার

কথা : কাওসার আহমেদ চৌধুরী

শিল্পী : কুমার বিশ্বজিৎ

আরও পড়ুন

×