ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

গরমে অসুস্থ হাসপাতালে সোহম!

গরমে অসুস্থ হাসপাতালে সোহম!

সোহম চক্রবর্তী

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৪ | ১৭:৪২ | আপডেট: ০১ মে ২০২৪ | ১৭:৪৫

বাংলাদেশে ও ভারতে গরমের অবস্থা প্রাই একই। গরমের দাপটে নাজেহাল সাধারণ মানুষ। এই গরমের মধ্যেই লোকসভা নির্বাচনের প্রচার করতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন অভিনেতা সোহম চক্রবর্তী। তাকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গরমের মধ্যে লাগাতার ভোটের প্রচার করতে গিয়েই অসুস্থ হয়ে পড়েন তৃণমূলের চণ্ডীপুরের বিধায়ক সোহম। তার ডিহাইড্রেশন হয়েছে। একই সঙ্গে জ্বরে কাবু অভিনেতা। পরিস্থিতি গুরুতর হতে রবিবার শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় সোহমকে।

সোহমের টিমের একজন ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে বলেন, ‘সোহম এখন অনেকটাই ভাল আছেন। তবে তার শরীর দুর্বল বলে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। খুব তাড়াতাড়ি তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। চিকিৎসকেরা আপাতত ফোন থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন। বাড়ি ফেরার পরেও তাঁকে দিন কয়েক বিশ্রামে থাকতে হবে।’

গত সপ্তাহে দলের হয়ে মালদহ ও মুর্শিদাবাদে ভোট প্রচার করেছেন সোহম। রাজ্যের সব জেলাতেই পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা। তার ফলেই সোহম অসুস্থ হয়ে পড়েছেন। সোহমের দ্রুত সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। বেশ কিছু দিন আগেই মিঠুন চক্রবর্তীর সঙ্গে ‘শাস্ত্রী’ ছবির শুটিং শেষ করেছেন সোহম।

সম্প্রতি বাংলাদেশি অভিনেত্রী পরীমণির সঙ্গে জুটি বেঁধে ‘ফেলু বক্সী’ ছবির শুটিংও করেছেন তিনি। তার পরেই ব্যস্ত হয়ে পড়েছিলেন নির্বাচনী প্রচারে।
 

আরও পড়ুন

×