নতুন প্রেমিক নিয়ে ধরা পড়লেন সারা, জানা গেল প্রেমিকের পরিচয়

সারা আলী খান। ছবি:সংগৃহীত
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৪ মে ২০২৪ | ১৯:৫৭
কার্তিক আরিয়ানের সঙ্গে প্রেম করছেন সারা আলি খান– বহুদিন ধরে বলিউডের বাতাসে ভেসে বেড়াচ্ছে এগুঞ্জন; যা ফিকে হওয়ার আগেই সারাকে ঘিরে উঠে এলো নতুন গুঞ্জন। বলিউড তারকা কার্তিক আরিয়ানের পর এবার এ অভিনেত্রীর নাম জড়িয়েছে বীর পাহাড়িয়ার সঙ্গে। তারা একসঙ্গে লন্ডনের আনাচে-কানাচে চষে বেড়াচ্ছেন।
টেমস নদীর ধারে একান্তে সময় কাটাতেও দেখা গেছে তাদের। সেই ঘনিষ্ঠ মুহূর্তফ্রেমবন্দি হয়েছে অনুরাগীদের ক্যামেরায়। বেশকিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, ক’দিন আগে বন্ধুদের সঙ্গে লন্ডনে ঘুরতে গেছেন সারা। এই সফরেই বন্ধুদের পাশাপাশি বীরের সঙ্গে একান্তে সময় কাটাতে দেখা গেছে তাঁকে। এ নিয়ে নতুন করে শুরু হয়েছে প্রেমের গুঞ্জন। যদিও বীরকে তাঁর পুরোনো বন্ধু বলেই দাবি করছেন। কিন্তু নেটিজেনরা বলছেন ভিন্ন কথা। তাদের দাবি, বীরের সঙ্গে নতুন করে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে সারার।
২০১৯ সালে মুম্বাই সংবাদসংস্থার কাছে দেওয়া একটি সাক্ষাৎকারের প্রসঙ্গও টেনে এনেছেন নেটিজেনরা। সেখানেএই অভিনেত্রী বীর পাহাড়িয়ার সঙ্গে ডেটিংয়ের কথা নিশ্চিত করেছিলেন। বলেছিলেন, ‘বীর ছাড়া আমার জীবনে আর কোনো বয়ফ্রেন্ড নেই।’
কিন্তু এমন স্বীকারোক্তির পরও পরবর্তী সময়ে তাদের কোথাও আর একসঙ্গে দেখা যায়নি। কানাঘুষা ছিল, মিস ইউনিভার্স হারনাজ কৌর সান্ধুর সঙ্গে বীর নতুন সম্পর্কে জড়িয়েছেন। সে কারণেই সারা দূরে সরে গেছেন। আগের সেই প্রেমই নতুন করে জেগে উঠেছে লন্ডন সফরে গিয়ে। আর ভাঙা সম্পর্ক নতুন করে জোড়া লাগাতে সহযোগিতা করেছেন সারার বান্ধবী বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। কারণ, বীরের বড় ভাই শিখর পাহাড়িয়ার সঙ্গে জাহ্নবীমন দেওয়া-নেওয়ার পর্বও সেরে ফেলেছেন বহু আগেই। এজন্য চাইছেনতাঁর বন্ধবীকেও একই পরিবারের সদস্যদের সঙ্গে আলাদাভাবে পরিচয় করিয়ে দিতে।
তবে নেটিজেনদের এমন বক্তব্য নিয়ে সারা কোনো মন্তব্য করেননি; বরং লন্ডন সফরটা যেন বন্ধুদের সান্নিধ্যে আনন্দময় করে তুলতে দিগ্বিদিক ছুটে বেড়াচ্ছেনঅভিনেত্রী। কেননা দেশে ফিরেই আবার ব্যস্ত হয়ে উঠতে হবে শুটিংয়ে। শিগগিরই শুরু হবে তাঁর ‘স্কাই ফোর্স’ ও ‘ঈগল’ ছবির শুটিং। এছাড়াকিছুদিনের মধ্যে চূড়ান্ত হবে এঅভিনেত্রীর ‘মেট্রো ইন দিনো’ মুক্তির প্রক্রিয়া।
- বিষয় :
- সারা আলী খান
- বলিউড তারকা