সুমি-পাভেলের কথা ও সুরে ফাতিমা ছবিতে কোনালের গান

সুমি কোনাল ও পাভেল। ছবি সংগৃহীত।
সমকাল ডেস্ক
প্রকাশ: ১৯ মে ২০২৪ | ১২:৩৭ | আপডেট: ১৯ মে ২০২৪ | ১২:৪৯
কণ্ঠশিল্পী কোনাল এবার শ্রোতার প্রশংসা কুড়াচ্ছেন শারমীন সুলতানা সুমির কথা ও পাভেল আরীনের সুরে গাওয়া ‘শুধু যে তোমার’ গানের মধ্য দিয়ে। ‘ফাতিমা’ সিনেমার জন্য রেকর্ড করা এ গানটি সম্প্রতি প্রকাশিত হয়েছে বঙ্গ মুভিজের ইউটিউব চ্যানেলে।
চিরকুট ব্যান্ডের নন্দিত কণ্ঠশিল্পী ও গীতিকবি শারমীন সুলতানা সুমির লেখা এটি কোনালের গাওয়া প্রথম গান। একই সঙ্গে চিরকুটের ড্রামার ও সংগীতায়োজক পাভেল আরীনের সুরেও এটি প্রথম প্লেব্যাক। এ নিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ভূষিত শিল্পী কোনাল বলেন, ‘শুধু যে আমার’ এমন একটি গান, যার কথা-সুরে একটা অভিনবত্ব আছে; যা সহজেই শ্রোতার মনে অনুরণন তুলে যায়। সুমি ও পাভেল দু’জনেই ভীষণ প্রিয়।
অনেক বছরের পরিচয় থাকার পরও এই প্রথম কোনো সিনেমার গানে আমাদের একসঙ্গে কাজ করা। তারপরও ভালো লাগছে এটা ভেবে যে, একটু দেরিতে হলেও গানের ভুবনের প্রিয় দুই মানুষের সঙ্গে কাজের সুযোগ হলো। এরই মধ্যে গানটি নিয়ে অনেকের সাড়া পেয়েছি। যারা এখনও শোনেননি তাদের কাছে গানটি ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।
সুরকার ও সংগীত পরিচালক পাভেল আরীন বলেন, ‘এই গান তৈরির প্রথম যে শিল্পীর কথা মাথায় এসেছে, তিনি হলেন কোনাল। সুর করার পর থেকেই মনে হয়েছে, তাঁর কণ্ঠে গানটি ভালো শোনাবে। রেকর্ডিংয়ের পর স্পষ্ট হয়েছে, আমার অনুমান ভুল ছিল না। আশা করছি, গানটি অনেকদিন শ্রোতার মাঝে বেঁচে থাকবে।’ এই গান কোনালের অনিন্দ্য গায়কী নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন গীতিকবি সুমি নিজেও।
- বিষয় :
- কোনাল
- কণ্ঠশিল্পী