নিরবের কল্পনায় আবুল হায়াত ও ডা. এজাজ

ছবি-সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৯ মে ২০২৪ | ২২:৪২ | আপডেট: ১৯ মে ২০২৪ | ২২:৪৪
সুমন তাঁর ফ্যাক্টরিতে ঘুরে ঘুরে উৎপাদিত পণ্যের ওজন পরিমাপের যন্ত্রগুলোর কাজ তদারকি করছেন। এই সময় তাঁর কল্পনায় ভেসে ওঠে ১৫ বছর আগের বাবার ছোট্ট মুদি দোকানের কথা। সে স্কুল ড্রেস পরে বাবার দোকানের সামনে এসে দেখে পাশের দোকানদারের সঙ্গে এক ক্রেতার খুব ঝগড়া হচ্ছে। ক্রেতা রাগ দেখাতে দেখাতে তাঁর বাবার দোকানের সামনে এসে দাঁড়ায়। সুমন তাঁর বাবার কথাগুলো শুনছে। তখন বাবাকে নিয়ে তাঁর গর্ব হয়। একপর্যায়ে সে বর্তমানে ফিরে আসে। সুমন ওজন পরিমাপের যন্ত্রটি হাত দিয়ে ছুঁয়ে দেখে। তখন পরিচালকের মুখে শোনা যায় ‘কাট’। মানিকগঞ্জে ১৮ মে সচেতনতামূলক এ বিজ্ঞাপনের শুটিং হয়েছে। দৃশ্যধারণের এক ফাঁকে পরিচালক জাহিদ শাওন বলেন, ‘বিজ্ঞাপনচিত্রটির থিম অসাধারণ। এখানে ওজন পরিমাপের বিষয়ে সচেতনতার কথা বলা হয়েছে। এতে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। গুণী শিল্পীরা কাজ করেছেন। আশা করছি, বিজ্ঞাপনচিত্রটি দর্শকের ভালো লাগবে।’
বিএসটিআই'র থিমভিত্তিক এ বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন আবুল হায়াত, নিরব হোসেন ও ডা. এজাজ। এতে নিরবের [সুমন] বাবার চরিত্রে ডা. এজাজ এবং ক্রেতার চরিত্রে দেখা যাবে আবুল হায়াতকে। এতে আরও অভিনয় করেছেন বিএসটিআইর মহাপরিচালক এস এম ফেরদৌস আলম, অভিনয়শিল্পী আশরাফ কবির, নাফিউজ্জামান, ইশরাত জাহান, মারিয়া প্রমুখ।
প্রকৌশলী মো. সেলিম রেজার গল্প ভাবনায় বিজ্ঞাপনের চিত্রনাট্য করেছেন যাযাবর সজীব। প্রযোজনা করেছে থার্ড আই। বিজ্ঞাপনটি ২০ মে বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচার হবে বলে জানা গেছে।
- বিষয় :
- নিরব
- আবুল হায়াত
- ডা. এজাজুল ইসলাম