নিপুণের বিরুদ্ধে ৬৪ জেলায় মামলা হবে: ডিএ তায়েব

সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএ তায়েব। (ইনসেটে) নিপুণ
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২২ মে ২০২৪ | ১৯:৪৩ | আপডেট: ২২ মে ২০২৪ | ১৯:৫৭
শিল্পী সমিতি নির্বাচন নিয়ে চলমান পরিস্থিতিতে মানহানিকর বক্তব্যে প্রেক্ষিতে চিত্রনায়িকা নিপুণ আক্তারের নামে ৬৪ জেলায় মামলা হবে।
এমনটাই জানালেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সভাপতি ডি এ তায়েব।
বুধবার (২২ মে) চলচ্চিত্রের ১৯ সংগঠনের সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডি এ তায়েব এ কথা জানান।
নির্বাচনের প্রায় একমাস পর সাধারণ সম্পাদকের পদ স্থগিত চেয়ে আদালতে রিট করেছেন নিপুণ আক্তার। বিষয়টি নিয়ে কথা বলেছিলেন ডিএ তায়েব। এরপর তার রিরুদ্ধে মামলা করার কথা জানান নিপুণ।
নিপুণের মামলার হুমকি প্রসঙ্গে ডিএ তায়েব বলেন, ‘নিপুণ আমার বিরুদ্ধে মামলার হুমকি দিয়েছেন। তিনি আমার বিরুদ্ধে অনেক বাজে কথা বলেছেন। আমারই তো মামলা করা উচিৎ। আমার ভক্তরা মনে করছে নিপুণ আমার মানহানি করেছে। সে জন্য তারা নিপুণের বিরুদ্ধে ৫০১ ধারায় ৬৪ জেলায় মামলা করবে। এখন তারা আমার মতামতের অপেক্ষায় আছে।’
তিনি বলেন, ‘আমি সদস্য পেয়েছি শাকিব খান (সভাপতি) ও অমিত হাসানের (সাধারণ সম্পাদক) আমলে। আমার সদস্যপদ নিয়ে কারো কোনো আপত্তি নেই। হঠাৎ তিনি আমার সদস্যপদ নিয়ে ভাবা শুরু করেছেন। নিপুণ কখন কি বলেন আমি বুঝি না!’
- বিষয় :
- ডিএ তায়েব
- নিপুণ আক্তার
- শিল্পী সমিতি