কান উৎসবে বলিউডের অদিতি, প্রশংসায় ভাসালেন শুভকে

আরিফিন শুভ ও অদিতি রাও হায়দারি
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৩ মে ২০২৪ | ১৩:৪২ | আপডেট: ২৩ মে ২০২৪ | ১৪:৩৩
ভূমধ্যসাগরের তীরে চলছে কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসর। সেখানে তৃতীয়বারের মতো হাজির হয়েছেন বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দারি। যিনি বর্তমানের সঞ্জয় লীলা বানসালির ওয়েব সিরিজ ‘হীরামন্ডি’তে অভিনয় করে আলোচনায় আছেন। যেটি নেটফ্লিক্সে মুক্তির পেয়েছে।
কান উৎসবে বাংলাদেশি সাংবাদিক জনি হকের সঙ্গে আলাপকালে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা নিয়ে কথা বলেন বলিউডের এই অভিনেত্রী। এসময় ‘বাংলাদেশের অভিনেতা আরিফিন শুভর অভিনয় মুগ্ধতা প্রকাশ করেছেন হীরামন্ডি’ নায়িকা।
অদিতি রাও হায়দারি জানিয়েছেন, ‘আমি সত্যি সেভাবে বাংলা সিনেমা দেখিনি। তবে সম্প্রতি আমি মুজিব সিনেমা দেখেছি, গল্প ইনক্রেডিবল। ‘আরিফিন শুভর অভিনয় অবিশ্বাস্য, সত্যিই অবিশ্বাস্য। তার কাজে আমি খুবই খুশি। আমি তার কাজে অনেক প্রভাবিত।’
এবারের কান উৎসবে যোগ দিয়ে নাসিরুদ্দীন শাহ্ও প্রশংসায় ভাসিয়েছেন আরিফিন শুভকে।
বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমা গেল বছরের ১৩ অক্টোবর দেশেজুড়ে মুক্তি পেয়েছে।
- বিষয় :
- আরিফিন শুভ
- অদিতি রাও হায়দারি