ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সংগীত জীবনের ৩ দশক উপলক্ষে ‘বাপ্পা মজুমদার শো’

সংগীত জীবনের ৩ দশক উপলক্ষে ‘বাপ্পা মজুমদার শো’

বাপ্পা মজুমদার

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৩ মে ২০২৪ | ১৭:৩৬

জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের সংগীত জীবনের ৩ দশক উদযাপন উপলক্ষ্যে কনসার্ট ও ‘দ্য বাপ্পা মজুমদার শো উইথ জয় শাহরিয়ার’ শো’র আয়োজন করা হয়েছে। শুক্রবার (২৪ মে) বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আজব কারখানা এটি অনুষ্ঠিত হবে।

এই আয়োজনে ৩ দশকের দীর্ঘ ক্যারিয়ার থেকে উল্লেখযোগ্য শ্রোতাপ্রিয় গানগুলো শোনাবেন বাপ্পা মজুমদার।

বাপ্পা মজুমদারের আগে গান পরিবেশন করবেন এসময়ের জনপ্রিয় শিল্পী জয় শাহরিয়ার। এই আয়োজনে সহযোগী হিসেবে আছে আজব রেকর্ডস। 

এ প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, সাধারণত আমরা অনেক সময় নিয়ে গান শোনাতে পারি না শ্রোতাদের। এমন আয়োজনে সেই সুযোগটা পাওয়া যায় বলে প্রিয় গানগুলো গাইবার সুযোগ হয় আনন্দের সঙ্গে। গত ৩ দশকে অনেক গান করেছি। যার জন্য শ্রোতাদের কাছে পেয়েছি অপরিসীম ভালোবাসা। তাই এমন আয়োজন শ্রোতাদের সেই ভালোবাসার প্রতি আমাদের নিবেদন।

আরও পড়ুন

×