ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

শিল্পী সমিতিতে থাকতে চান না ওমর সানী, প্রত্যাহার করছেন সদস্যপদ

শিল্পী সমিতিতে থাকতে চান না ওমর সানী, প্রত্যাহার করছেন সদস্যপদ

ওমর সানী। ছবি: সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৪ | ১৩:৩১ | আপডেট: ২৫ মে ২০২৪ | ১৩:৪৬

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে প্রতিবারই নানা অঘটন ঘটে থাকে। চলে কাদা ছোড়াছুড়ি ও। এবারও তার ব্যতিক্রম হয়নি। এই পরিস্থিতিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ ছাড়তে চাইলেন চিত্রনায়ক ওমর সানী। সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে জানিয়েছেন তিনি নিজেই। শিগগিরই সমিতির সভাপতির কাছে চিঠি পাঠাবেন বলেও জানান এই অভিনেতা।

শনিবার (২৫ মে) ফেসবুকের এক পোস্টে সানী লেখেন, ‘আমি আর শিল্পী সমিতিতে সদস্য হিসেবে থাকতে চাচ্ছি না, আমি কয়েকদিনের মধ্যে প্রেসিডেন্ট সাহেবের কাছে চিঠি পাঠাব। আমার সমস্ত শিল্পীর প্রতি শ্রদ্ধা রইল।’


তবে কী কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন সে বিষয়ে কিছু জানাননি ওমর সানী। কারণ জানতে যোগাযোগ করা হলে সাড়া দেননি তিনি।

এদিকে, কয়েকদিন ধরেই বেশ আলোচনায় চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করেছেন পরাজিত প্রার্থী নিপুণ আক্তার। এ নিয়ে চলচ্চিত্রাঙ্গনে নানা যুক্তিতর্ক!

অন্যদিকে, গতকাল শুক্রবার নিজের ফেসবুক পেজে শিল্পী সমিতিকে নিয়ে প্রশ্ন ছুড়েছেন চিত্রনায়িকা বর্ষা। তিনি লেখেন, ‘শিল্পী সমিতি শিল্পীদের জন্য কী কাজে লাগে তা আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না। যা জানি তা আর বললাম না। পাবলিকের এখন সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার দরকার নাই। মানুষের এত ধৈর্য!’

একদিন পরই এবার সংগঠনটি ছাড়ার ঘোষণা দিয়ে দিলেন ওমর সানী। এর আগেও অবশ্য সানী এসব বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

আরও পড়ুন

×