ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

নাম বদলে ছাড়পত্র পেলো ‘নাকফুল’

নাম বদলে ছাড়পত্র পেলো ‘নাকফুল’

পূজা চেরী ও আদর আজাদ

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৬ মে ২০২৪ | ১৭:১৭

পূজা চেরী ও আদর আজাদ অভিনীত প্রথম সিনেমা ‘নাকফুল’। নাম বদলে আজ দুপুরে সেন্সর ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। সিনেমার নতুন নাম ‘নাকফুলে কাব্য’। ফেরারী ফরহাদের গল্পে এটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা আলোক হাসান।

নাম পরিবর্তনের বিষয়ে নির্মাতা জানান, ‘এর আগে ‘নাকফুল’ নামে আরও একটি সিনেমা সেন্সর ছাড়পত্র পেয়েছিল। একই নামে দুটি সিনেমায় সেন্সর ছাড়পত্র আইনসিদ্ধ নয়। তাই বাধ্য হয়ে সিনেমাটির নাম পরিবর্তন করে ‘নাকফুলে কাব্য’ করা হয়েছে। ডিজিটাল ফরমেটে নির্মিত ২ ঘন্টা ১২ মিনিটের সিনেমাটি কোন কাঁটাছেড়া ছাড়াই ছাড়পত্র পেয়েছে।’

সিনেমার দৃশ্যধারণ হয় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। সেখানে একটানা ২০ দিন চলে শুটিং। পরে ঢাকায় এর কাজ শেষ হয়। 

সিনোমাটি প্রসঙ্গে পূজা চেরী বলেন, ‘নাকফুল একটি নারীর কাছে বিশেষ এক অলংকার। নারীদের কাছে এক আবেগের গয়না। শুনেছি শিগগিরই এর মুক্তির তারিখ ঘোষণা করা হবে। আশা করি, দর্শক ভালো গল্পের একটি সিনেমা উপহার পেতে যাচ্ছেন।’

আদর আজাদ বলেন, ‘সিনেমাটি গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে। খুবই অসাধারণ একটি গল্প। গ্রামের সহজ-সরল প্রতিবাদী এক যুবকের চরিত্রে আমাকে দেখা যাবে। আমার নাম রাজু। গ্রামের একটি মেয়ের সঙ্গে পরিচয় হয়। তারপর তার সঙ্গে তৈরী হয় সম্পর্ক।  ঘটতে থাকে নানা ঘটনা। আশা করি, এ সিনেমার গল্পটি দর্শকের হূদয় ছুঁয়ে যাবে।’

আদর-পূজা ছাড়াও ‘নাকফুলের কাব্য’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন গাজী রাকায়েত, লুৎফর রহমান জর্জ, আলী রাজ, এল আর খান সীমান্ত, শিখা মৌ প্রমুখ।

আরও পড়ুন

×