ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

‘নয়না’র প্রেমে পড়েছেন বালাম

‘নয়না’র প্রেমে পড়েছেন বালাম

ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৭ মে ২০২৪ | ২০:৪৭ | আপডেট: ২৮ মে ২০২৪ | ১৩:০১

সর্বশেষ ‘চুপচাপ চারদিক’ নামে এক বছর আগে একটি একক গান প্রকাশ করেছিলেন গীতিকার, গায়ক ও সুরকার বালাম। বিরতির পর আবার একক গান নিয়ে ফিরছেন তিনি। ৩০ মে ‘নয়না’ শিরোনামের একটি গান বালামের ফেসবুক ও ইউটিউব প্ল্যাটফর্মে প্রকাশ হবে। গত শনিবার এমন ঘোষণাই দিলেন বালাম। যুক্তরাজ্যে ‘নয়না’ গানের ভিডিও চিত্র ধারণ করা হয়েছে। এই গানে বালামের সঙ্গে মডেল হয়েছেন তামান্না কবির নিশি। গানের কথা লিখেছেন ও সুর করেছেন আনিসুর রহমান অন্তু।

একক গানের বিরতি প্রসঙ্গে বালাম বলেন, ‘অডিও গান ক্যাসেট থেকে সিডিতে ট্রান্সফার হওয়ার পর থেকে একক গানের প্রতি আমার আগ্রহ কমে যায়। আর গানে ছিল দীর্ঘ বিরতি। অনেকেই জানেন প্রিয়তমা গানটি বেশ শ্রোতাপ্রিয় হয়েছে। আর সামাজিক মাধ্যমেও আমি এখন সক্রিয়। ভক্তরা অনেক দিন ধরেই অনুরোধ করছিলেন আমার নতুন একক গান শোনার। এই গান দিয়েই আমার জার্নি শুরু হলো। আশা করছি, আগামীতে আর গ্যাপ হবে না।’

বালাম বললেন, ‘নিজের সুর ছাড়া সাধারণত আমার গানের প্রেমে পড়ি না। তবে অন্যের সুরের গান হলেও আমি নয়না গানের প্রেমে পড়ে গেছি। গানটা আপনাদেরও পছন্দ হবে। এটি আমার সর্বকালের সেরা ভালোবাসার গানগুলোর মধ্যে অন্যতম একটি গান হতে যাচ্ছে। গানটি করে বেশ তৃপ্তি পেয়েছি। আশা করছি, নয়না প্রকাশের পর আমার যে কোনো শোতে গানটির রিকোয়েস্ট থাকবে শ্রোতাদের।’

বালাম বললেন, ‘আরও বেশ কয়েকটি গান তৈরি আছে। ভিডিও তৈরি করা আছে। সুবিধাজনক সময় দেখে প্রকাশ করা হবে।’

গত বছরে  ‘ও প্রিয়তমা’ গান গেয়ে রাজকীয় ফেরা হয়েছে বালামের। এ বছর ‘রাজকুমার’ গেয়ে নিজের জাত চিনিয়েছেন তিনি। এর আগে কয়েক বছর ধরে গানে অনিয়মিত ছিলেন এই গায়ক। হঠাৎ হঠাৎ একটি দুটি গান প্রকাশ করলেও হিট সুপারহিটের দেখা পাচ্ছিলেন না। ভক্তদের মনও যেন বিষণ্ন ছিল। ২০২৩ সালে ভক্তদের পুষিয়ে দিলেন বিরতির পুরোটা। ‘ও প্রিয়তমা’ গান দিয়ে শ্রোতাদের মনে আবারও প্রিয় হয়ে উঠলেন এই তারকা গায়ক। অনেকেকেই বলেছেন এ যেন বালামের দুর্দান্ত প্রত্যাবর্তন।

বর্তমানে সিনেমার গানের ব্যস্ত সময় কাটছে বালামের। সম্প্রতি ‘হান্নান’ নামে একটি সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এতে তাঁর সহশিল্পী সোমনূর মনির কোনাল। এছাড়া মিঠু খানের ‘নীলচক্র’ ও অনন্য মামুনের ‘দরদ’ সিনেমায় থাকবে এ কণ্ঠশিল্পীর গান।

আরও পড়ুন

×