মুম্বাইয়ে দুই চ্যাটার্জির হঠাৎ দেখা, যা বললেন প্রসেনজিৎ-শাশ্বত

শাশ্বত চট্টোপাধ্যায় ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৮ মে ২০২৪ | ১৪:০২ | আপডেট: ২৮ মে ২০২৪ | ১৪:০৯
ভারতের একটি ওয়েব সিরিজ নিয়ে আলোচনা চলছে; কারণ এক হিন্দি পরিচালকের এই সিরিজে কলকাতার দুই অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং শাশ্বত চট্টোপাধ্যায় প্রথমবারের মত একসঙ্গে কাজ করতে চলছেন। সিরিজের কাজ নিয়েই দুজনে আলাদা আলাদভাবে মুম্বাইয়ে গেলেও তাদের দেখা হয়ে গেল হঠাৎ।
শাশ্বতর সঙ্গে তোলা ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে প্রসেনজিৎ লিখেছেন ‘দুই চাটুজ্যের দেখা মুম্বইয়ের হোটেলে।’
ওয়েব সিরিজ ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ পরিচালনা করছেন হিন্দি সিনেমার পরিচালক নিরাজ পাণ্ডে। সিরিজের দুই গুরুত্বপূর্ণ চরিত্র তিনি বেছেছেন কলকাতা থেকে। শোনা যাচ্ছে, শাশ্বত আর প্রসেনজিতের সঙ্গে পশ্চিমবঙ্গের আরেক নায়ক জিৎ কাজ করবেন ‘খাকি’ সিরিজে।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে শাশ্বত বলেন, আমি এক দিনের শুটিং করেছি মুম্বাইয়ে। শুটিংয়ের কাজে মুম্বাই গিয়ে তিনি যে হোটেলে ছিলেন, সেখনকার জিমে এসেছিলেন প্রসেনজিৎ। সেখানেই দুজনের দেখা। আমি সুইমিং পুলের ধারে বসেছিলাম। আর বুম্বাদা (প্রসেনজিৎ) এসেছিলেন জিম করতে। দুজনে কফি খেলাম। অনেকক্ষণ গল্প করলাম, কাজ নিয়েও কথা বললাম অল্পবিস্তর।
তবে প্রসেনজিতের সঙ্গে দেখা হওয়ার জন্য শাশ্বত ধন্যবাদ জানিয়েছেন ঘূর্ণিঝড় ‘রেমাল’কে। কারণ রেমালের প্রভাবে বৈরী আবহাওয়ার কারণে তার কলকাতায় ফেরার ফ্লাইট বাতিল হয়। তাই শাশ্বতকে মুম্বাইয়ে থেকে যেতে হয়। সেই থেকে যাওয়ার কারণেই দেখা হয়ে যায় কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রির মহাতারকার সঙ্গে।