ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মেয়েকে একসঙ্গে ১০টি লাল শাড়ি কিনে দিয়েছিলেন হুমায়ূন ফরীদি

মেয়েকে একসঙ্গে ১০টি লাল শাড়ি কিনে দিয়েছিলেন হুমায়ূন ফরীদি

হুমায়ুন ফরীদি ও আফসানা মিমি (ইনসেটে)

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ৩০ মে ২০২৪ | ১৪:৫৪ | আপডেট: ৩০ মে ২০২৪ | ১৫:০৮

সব মেয়ের জীবনেই তার বাবা সবচেয়ে সেরা পুরুষ। বাবার ক্ষেত্রেও তার মেয়ে যেমনই হোক না কেন সেই শ্রেষ্ঠ, যত বড় হয়েই যাক না কেন বাবার কাছে সে তার আদুরে ছোট্ট মেয়েটি। তেমনি হুমায়ূন ফরীদির কাছেও শারারাত ইসলাম দেবযানী ছিলেন সবচেয়ে মূল্যবান সম্পদ। বাবা পৃথিবীতে না থাকলেও মেয়ের কাছে রেখে গেছেন লক্ষ-কোটি স্মৃতি। একদিন মেয়েকে ১০টি লাল শাড়ি কিনে দিয়েছিলেন হুমায়ুন ফরীদি। আর সেই শাড়ি কেনার দায়িত্ব দিয়েছেন অভিনেত্রী আফসানা মিমিকে। হুমায়ুন ফরীদির ৭২ তম জন্মদিনে এমনটাই জানালেন আফসানা মিমি।

হুমায়ূন ফরীদির এবারের জন্মদিনটা ছিল একটু ভিন্ন। এ দিন প্রকাশ পেয়েছে ‘হুমায়ূন ফরিদী সাধারণ এক অসাধারণ’ নামের একটি বই। প্রকাশনা উৎসবে অনুষ্ঠান সঞ্চলনার দায়িত্ব ছিলেন আফসানা মিমি। এসময় অতিথি সারিতে বসেছিলেন শারারাত ইসলাম দেবযানীও।

সঞ্চলনার এক ফাঁকে হুমায়ূন ফরীদির স্মৃতিচারণ করতে গিয়ে আফসানা মিমি বলেন,

ফরীদি ভাই হঠাৎ আমাকে ফোন করে বললেন আমাকে ১০টা লাল রংয়ের শাড়ি কিনে দে। আমি অবাক হয়ে বললাম, ১০টা লাল শাড়ি দিয়ে আপনি কী করবেন? ওনি বললেন, দেবযানীকে দেব। আমি তো মহা সংকটে পড়ে গেলাম-১০ লাল শাড়ি তো একরকম দিলে হবে না। এরপর জামদানি, সিল্ক, তাঁতের শাড়ি কিনলাম। কিন্তু এরপর কী কিনবো! যাহোক বহু কষ্টে ১০টা শাড়ি কিনতে পেরেছিলাম। এই হলেন আমাদের ফরীদি ভাই।

দেবযানীর উদ্দেশ্যে আফসানা মিমি বলেন, ‘আমরা সবাই জানি, বাবা কাছে তোমার খুব একটা থাকা হয়নি। আমার মনে হয়, তুমি তোমার বাবার কাছে থাকলেও আমরা ফরীদি ভাইয়ের কাছে এই আদরটা পেতাম। এমন না যে তোমার আদরটুকু আমাদের মাঝে ভাগ করা হয়েছে। না। আমরা যে ক’জন ছেলে-মেয়ে ফরীদি ভাইয়ের কাছে অভিনয় করেছি আমাদের কাছে তার জন্য বিশেষ একটা জায়গা আছে। আমারা সেটা বুঝি। আমারা হারিয়েছি আমাদের আশ্রয়ের বড় একটি জায়গা।’

‘হুমায়ূন ফরিদী সাধারণ এক অসাধারণ’ বইটিতে কিংবদন্তী এই অভিনেতাকে নিয়ে স্মৃতিচারণা করেছেন ৬০ জন গুণী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। যারা ছিলেন ফরীদির কাছের মানুষ। আহমেদ রেজাউর রহমানের সম্পাদনায় বইটির প্রচ্ছদ করেছেন আফজাল হোসেন।

বিশেষ এই দিনে তাকে বিভিন্নভাবে স্মরণ করছেন নাটক ও সিনেমার মানুষেরা। এদিন সন্ধ্যায় ক্ষণজন্মা এই অভিনয়শিল্পীকে স্মরণ করে চ্যানেল আইয়ের ছাদ বারান্দায় বসে স্মরণ অনুষ্ঠান। যেখানে তাকে নিয়ে কথা বলেন নাট্যজন মামুনুর রশীদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, প্রযোজক হাবিবুর রহমান খান, জিয়াউল হাসান কিসলু, আকতার ফেরদৌস রানা, হারুন-অর-রশীদ, অভিনেতা ঝুনা চৌধুরী, মতিন রহমান, সালাহউদ্দিন লাভলু। অনুষ্ঠানে সমাপ্তি বক্তব্য দেন ইমপ্রেস টেলিফিল্ম লি. এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

আরও পড়ুন

×